পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ ফেব্রু. ১৫
“পৃথিবীকে শাসন করার জন্য যদি আপনি কাউকে বেছে নিতে পারতেন, তা হলে কাকে বেছে নিতেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা মশীহের প্রামাণিক তথ্যগুলোকে বিবেচনা করে, যাঁকে ঈশ্বর এই পৃথিবীর ওপর শাসন করার জন্য বেছে নিয়েছেন। এ ছাড়া, মানবজাতির জন্য তাঁর শাসনের অর্থ কী হবে, সেই বিষয়েও এই পত্রিকা ব্যাখ্যা করে।” যিশাইয় ৯:৬, ৭ পদ পড়ুন।
সচেতন থাক! জানু. - মার্চ
“আজকে এমন অনেকেই রয়েছে যারা ক্ষুধার্ত থাকে। আপনি কি মনে করেন যে, পৃথিবীর খাদ্য সংকট কখনো শেষ হবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন, এরপর গীতসংহিতা ১৪৫:১৫ পদ পড়ুন এবং ১২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি দেখান।] এই প্রবন্ধ পৃথিবীর দৃশ্যপট এবং সৃষ্টিকর্তা সমস্যা সমাধান করার জন্য কী করবেন, তা ব্যাখ্যা করে।”
প্রহরীদুর্গ মার্চ ১
“অধিকাংশ লোকই একমত যে, আমাদের পরস্পরকে প্রেম করা উচিত, যেমনটা যিশু এই শাস্ত্রপদে আদেশ দিয়েছেন। [যোহন ১৩:৩৪, ৩৫ পদ পড়ুন।] কিন্তু, কোথায় আমরা সেই লোকেদের খুঁজে পেতে পারি, যারা যিশুর শিক্ষাগুলো তাদের জীবনে কাজে লাগাচ্ছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কীভাবে আমরা আজকে অকৃত্রিম খ্রিস্টানদের শনাক্ত করতে পারি, এই পত্রিকা সেই বিষয়ে আলোচনা করে।”
সচেতন থাক! জানু. - মার্চ
“বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, বিবাহ অনুষ্ঠানের খরচ বহন করা দিন দিন দুর্বহ হয়ে উঠছে। কেউ কেউ সাদামাটাভাবে বিবাহ অনুষ্ঠান করার পরিকল্পনা করে থাকে আর অন্যেরা জাঁকজমকভাবে তা করতে চায়। কী একজন ব্যক্তিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর রোমীয় ১২:২ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যার ২৫ পৃষ্ঠায় বাইবেলের সেই নীতিগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো আপনাকে এক বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।”