পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানু. ১৫
“সাম্প্রতিক বছরগুলোতে, স্বর্গদূতদের সম্বন্ধে ক্রমবর্ধমান আগ্রহ দেখা গিয়েছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, তারা কারা এবং কীভাবে তারা আমাদের জীবনে প্রভাব ফেলে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গীতসংহিতা ৩৪:৭ পদ পড়ুন।] স্বর্গদূতদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাজকর্ম সম্বন্ধে বাইবেল যা বলে, এই পত্রিকা তা নিয়ে আলোচনা করে।”
সচেতন থাক! জানু.-মার্চ
“প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে ঘটা দুঃখকষ্টকে দেখা হৃদয়বিদারক। [স্থানীয়ভাবে পরিচিত একটা উদাহরণ উল্লেখ করুন।] এই ধরনের দুর্যোগগুলো কি বেড়ে চলেছে বলে আপনার মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা এই প্রশ্নটি নিয়ে গবেষণা করে। এ ছাড়া, এই ধরনের দুঃখজনক ঘটনাগুলোতে যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের জন্য এটি সান্ত্বনা প্রদান করে।” যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন।
প্রহরীদুর্গ ফেব্রু. ১
“বেঁচে থাকার জন্য আমাদের সকলেরই অর্থের প্রয়োজন। কিন্তু আপনি কি একমত হবেন যে, এখানে যে-বিপদের কথা উল্লেখ করা হয়েছে, সেটার বিরুদ্ধে সাবধান হতে হবে? [১ তীমথিয় ৬:১০ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা বস্তুগত সমৃদ্ধির কয়েকটা সাধারণ ফাঁদকে শনাক্ত করতে আমাদের সাহায্য করে এবং কীভাবে সেগুলোকে এড়ানো যায়, তা নিয়ে আলোচনা করে।”
সচেতন থাক! জানু.-মার্চ
“যানজটগুলো আজকের দিনে খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। এগুলোর সঙ্গে আমরা কীভাবে মোকাবিলা করতে পারি বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন, এরপর হিতোপদেশ ১৩:১৬ পদ পড়ুন।] এই পত্রিকার ১৪ পৃষ্ঠার প্রবন্ধটি কিছু ব্যবহারিক পরামর্শ জোগায় যেগুলো আমাদেরকে জ্ঞানপূর্বক কাজ করতে সাহায্য করতে পারে।”