পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানু. ১৫
“আমরা সকলেই আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের জন্য এক উত্তম জীবন চাই কিন্তু অনেকেই মনে করে যে, তা অর্জন করার মতো তাদের ক্ষমতা নেই। আপনি কি মনে করেন যে, আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা বাইবেল থেকে দেখায় যে, আমরা ক্ষমতাহীন নই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা এখনই যে-বিষয়গুলো বেছে নিই সেগুলোর ওপর নির্ভর করে।” দ্বিতীয় বিবরণ ৩০:১৯ পদ পড়ুন।
সচেতন থাক! জানু.-মার্চ
“আজকের প্রতিযোগিতাপূর্ণ জগতে ছেলেমেয়েরা প্রায়ই ব্যর্থতার ভয়ে বিহ্বল হয়ে পড়ে। ব্যর্থতার অনুভূতিকে কাটিয়ে উঠতে ছেলেমেয়েদের কী সাহায্য করবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং হিতোপদেশ ১২:২৫ পদ পড়ুন।] ছেলেমেয়েরা কীভাবে ব্যর্থতার অনুভূতিকে কাটিয়ে উঠতে এবং জীবনে এগিয়ে যেতে পারে এই প্রবন্ধটি তা নিয়ে আলোচনা করে।”
প্রহরীদুর্গ ফেব্রু. ১
“আজকে এত এত লোক যে উৎপীড়ন ও দৌরাত্ম্যের শিকার হয়, তা কি দুঃখজনক নয়? [স্থানীয়ভাবে পরিচিত চলতি কোনো উদাহরণ দিন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন।] মানুষের জীবনকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখেন এই পত্রিকা তা আলোচনা করে। এ ছাড়া, আজকে বিদ্যমান দুঃখকষ্ট থেকে তিনি কীভাবে আমাদের মুক্ত করবেন, সেই বিষয়েও এটা ব্যাখ্যা করে।” গীতসংহিতা ৭২:১২-১৪.
সচেতন থাক! জানু.-মার্চ
“দৃষ্টিশক্তি ঈশ্বরের এক অপূর্ব দান। কিন্তু অনেকেই দৃষ্টিশক্তির চোর ‘গ্লকোমা’-র দ্বারা দৃষ্টিশক্তি হারানোর ফলে দুঃস্বপ্নের মতো অবস্থার মুখোমুখি হয়। একেবারে প্রাথমিক অবস্থায় এই সমস্যাকে খুঁজে বের করতে আমরা কোন পদক্ষেপগুলো নিতে পারি এবং কীভাবে আমরা এর সঙ্গে মোকাবিলা করতে পারি এই প্রবন্ধটি তা নিয়ে আলোচনা করে।”