পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জানু.-মার্চ
“আমাদের মধ্যে অধিকাংশ লোকই এমন কাউকে জানে, যার ডায়াবিটিস রয়েছে। আপনি কি এই রোগ সম্বন্ধে বেশি কিছু জানেন? [পত্রিকার প্রচ্ছদ দেখান এবং উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকাটি ডায়াবিটিস হওয়ার কারণগুলো ও সেইসঙ্গে এর চিকিৎসা পদ্ধতি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। এ ছাড়া, এটি সমস্ত রোগব্যাধির এক চিরস্থায়ী নিরাময় সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞার বিষয়েও আলোচনা করে।” যিশাইয় ৩৩:২৪ পদ পড়ে শেষ করুন।
The Watchtower জানুয়ারি ১৫
“অপরিপূর্ণ প্রতিজ্ঞাগুলো আজকের দিনে খুবই সাধারণ হওয়ায়, অনেকেই যেকারও ওপর তাদের আস্থা রাখাকে কঠিন বলে মনে করে। আপনি কি মনে করেন যে, এমন কেউ আছেন যার ওপর আমরা নির্ভর করতে পারি? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর যিহোশূয়ের পুস্তক ২৩:১৪ পদ পড়ুন।] বাইবেলে লিপিবদ্ধ ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোতে কীভাবে আমরা আস্থা গড়ে তুলতে পারি, এই পত্রিকাটি সেটা দেখায়।”
Awake! জানু.-মার্চ
“তোমার ঘনিষ্ঠ কারও যখন তোমার চেয়ে বেশি গুণ থাকে, তখন কি তুমি বিরক্ত হও বা হীনমন্যতায় ভোগ? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং ১৩ পৃষ্ঠার প্রবন্ধটা দেখান।] এই ধরনের অনুভূতিগুলোর সঙ্গে তুমি কীভাবে মোকাবিলা করতে পার, এই পত্রিকা সেই বিষয়ে আলোচনা করে।”
The Watchtower ফেব্রুয়ারি ১
“আমাদের মধ্যে অধিকাংশ লোকই আমাদের শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করে। কিন্তু, সাম্প্রতিক গবেষণা ইঙ্গিত দেয় যে, আমাদের স্বাস্থ্য আমাদের আধ্যাত্মিকতার দ্বারাও প্রভাবিত হয়। আপনি কি এটা সম্ভব বলে মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর মথি ৫:৩ পদ পড়ুন।] কীভাবে আমরা আমাদের আধ্যাত্মিক চাহিদাকে মেটাতে পারি, সেটা নিয়ে প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা আলোচনা করে।”