পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জানু.-মার্চ
“বাইবেলের ভবিষ্যদ্বাণী ইঙ্গিত করে যে, এমন এক সময় আসছে যখন কেউ বলবে না, ‘আমি পীড়িত।’ [যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন।] সেটা কি এক চমৎকার বিষয় হবে না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কিন্তু, আজকে মানবজাতি নানা রোগে জর্জরিত, যার মধ্যে এইডস মহামারীও রয়েছে। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা এই প্রশ্নের উত্তর দেয় যে, এইডসকে কি কখনও থামানো যাবে?”
The Watchtower জানু. ১৫
“এ পর্যন্ত যত রক্তপাত হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে, আপনার কি মনে হয় যে, মন্দতা ভালর ওপরে জয়ী হয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ঈশ্বর সম্বন্ধে বাইবেল কী বলে, তা লক্ষ করুন। [গীতসংহিতা ৮৩:১৮খ পড়ুন।] যেহেতু ঈশ্বর পৃথিবীর ওপরে পরাৎপর, তা হলে মন্দতা কি সত্যিই জয়ী হতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা সেই প্রশ্নের এক সন্তোষজনক উত্তর দেয়।”
Awake! জানু.-মার্চ
“আজকে অনেক যুবক-যুবতী একটা মোবাইল ফোন কিনতে চায়। আপনার কি মনে হয় যে, এটা তাদের জন্য ভাল? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেলের এই উক্তিটির পিছনে যে-প্রজ্ঞা রয়েছে, তা লক্ষ করুন। [ইফিষীয় ৫:১৫, ১৬ পদ পড়ুন।] যদিও অনেক উপকারী দিক রয়েছে কিন্তু সেলুলার ফোন প্রায়ই অনেক মূল্যবান সময় নষ্ট করতে পারে। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা মোবাইল ফোন ব্যবহারের প্রতি এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে।”
The Watchtower ফেব্রু. ১
“আজকে অনেক লোক চাকরি না পাওয়ার ব্যাপারে দুশ্চিন্তা করে থাকে এবং অন্যেরা তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। আপনি কি মনে করেন যে, কর্মক্ষেত্রে সুখী ও নিরাপদ বোধ করা সম্ভব? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিশাইয় ৬৫:২১-২৩ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা এমন এক সময় সম্বন্ধে আলোচনা করে যখন সকলের জন্য এক সন্তোষজনক কাজ থাকবে।”