পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জানু.-মার্চ
“আপনি হয়তো একমত হবেন যে আমরা এক দৌরাত্ম্যপূর্ণ সময়ে বাস করছি। [উত্তর পাওয়ার পর, ২ তীমথিয় ৩:৩ পদ পড়ুন।] এমনকি পরিবারের মধ্যেও প্রায়ই ‘প্রচণ্ড’ মনোভাব দেখা যায়। ‘নির্যাতিত নারীদের জন্য সাহায্য,’ এই প্রবন্ধটা এক আশার বার্তা সম্বন্ধে জানায়। আপনি হয়তো এমন কাউকে চেনেন, যার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন।”
The Watchtower জানু. ১৫
“অনেক লোকই তাদের উপাসনায় মূর্তি ব্যবহার করে। আপনি কি মনে করেন যে, এই মূর্তিগুলোর রক্ষা করার ক্ষমতা আছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] সত্য ঈশ্বর আমাদের জন্য কী করবেন, দয়া করে সেটা লক্ষ্য করুন। [প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।] একমাত্র প্রকৃত ঈশ্বরই তা করতে পারেন। এই পত্রিকা দেখায় তিনি কে এবং কীভাবে তাঁর ওপর আস্থা রেখে আমরা উপকার পেতে পারি।”
Awake! জানু.-মার্চ
“বর্তমানে এই জগতে এত ভয়ংকর বিষয়গুলো ঘটছে যে, কেউ কেউ জিজ্ঞেস করেন, ‘ঈশ্বর কেন এগুলো ঘটতে অনুমতি দেন?’ আপনার কী মনে হয়? [উত্তর পাওয়ার পর, যিরমিয় ১২:১ পদ পড়ুন।] ঈশ্বর একটা কারণে দুষ্টতা সহ্য করছেন কিন্তু ঈশ্বর চিরকাল ধৈর্য্য ধরবেন না। এর কারণটা কী, তা ১৬ পৃষ্ঠায় দেওয়া এই প্রবন্ধটা আপনাকে দেখতে সাহায্য করবে।”
The Watchtower ফেব্রু. ১
“পরিবেশ দূষণ সম্বন্ধে অনেকেই চিন্তিত। কিন্তু আপনি কি মনের দূষণ সম্বন্ধে কখনও ভেবে দেখেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমাদের দৈহিক ও আধ্যাত্মিক দিক দিয়ে শুদ্ধ হওয়ার গুরুত্বের ওপর বাইবেল জোর দেয়। [২ করিন্থীয় ৭:১ পদ পড়ুন।] আমি নিশ্চিত এই তথ্যটাকে আপনি সাহায্যকারী ও ব্যবহারিক বলে মনে করবেন।”