পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানু. ১৫
“বিবাহিত দম্পতিরা নির্ভরযোগ্য পরামর্শ কোথায় পেতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বিবাহের উদ্ভাবক কে, তা লক্ষ করুন। [আদিপুস্তক ২:২২ পদ পড়ুন।] এ ছাড়া, স্বামী ও স্ত্রীর মর্যাদাপূর্ণ ভূমিকা সম্বন্ধেও ঈশ্বর নির্দেশনাবলি জুগিয়েছেন। এই পত্রিকা সেগুলো ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জানু.-মার্চ
“কেউ কেউ মনে করে যা কিছুই ঘটে, সবকিছুর জন্য ঈশ্বরই দায়ী। যখন কোনো দুঃখজনক ঘটনা ঘটে, তখন তারা বলে থাকে যে, নিশ্চয় এর পিছনে ঈশ্বরের কোনো উপযুক্ত কারণ রয়েছে। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর যাকোব ১:১৩ পদ পড়ুন।] দুঃখকষ্টের কারণ সম্বন্ধে বাইবেল যা বলে এবং এর শেষ আনার জন্য ঈশ্বর কী করছেন, এই পত্রিকা তা দেখায়।”
প্রহরীদুর্গ ফেব্রু. ১
“আপনি কি মনে করেন যে, প্রত্যেকেই যদি এই কথাগুলো মেনে জীবনযাপন করত, তা হলে আমাদের সমাজ এক উত্তম স্থান হয়ে উঠত? [ইফিষীয় ৪:২৫ পদ পড়ুন। তারপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেকে মনে করে যে, কিছু কিছু পরিস্থিতিতে মিথ্যা কথা বলা গ্রহণযোগ্য। এই পত্রিকা সবসময় সত্য কথা বলার উপকারগুলো সম্বন্ধে ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জানু.-মার্চ
“আজকের নৈতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে, প্রেম বিয়ের আগেই যৌনসম্পর্ক অথবা অবৈধ যৌনসম্পর্ককে ন্যায্য বলে তুলে ধরে? [উত্তর দেওয়ার সুযোগ দিন আর তারপর ১ করিন্থীয় ৬:১৮ পদ পড়ুন। ১৮ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] এই প্রবন্ধ বিয়ের আগেই যৌনসম্পর্ক সম্বন্ধে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে।”