প্রচার করার বিভিন্ন সুযোগ তৈরি করুন
১ খ্রিস্টীয় মণ্ডলী বিভিন্ন পরিস্থিতি থেকে আসা লোকেদের নিয়ে গঠিত। তা সত্ত্বেও, যিহোবাকে প্রশংসা করার বিষয়ে আমাদের সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। (গীত. ৭৯:১৩) যদি দুর্বল স্বাস্থ্য বা অন্যান্য কঠিন পরিস্থিতি সুসমাচার ঘোষণায় আমাদের অংশগ্রহণকে সীমিত করে দেয়, তা হলে কীভাবে আমরা প্রচার করার বিভিন্ন সুযোগ তৈরি করতে পারি?
২ দৈনন্দিন কাজকর্মে: যিশু সাক্ষ্য দেওয়ার জন্য লোকেদের সঙ্গে তাঁর প্রতিদিনকার সাক্ষাৎগুলোর সদ্ব্যবহার করেছিলেন। তিনি একটা করগ্রহণ স্থানের কাছ দিয়ে যাওয়ার সময় মথির সঙ্গে, ভ্রমণ করার সময় সক্কেয়র সঙ্গে এবং বিশ্রাম নেওয়ার সময় একজন শমরীয় স্ত্রীলোকের সঙ্গে কথা বলেছিলেন। (মথি ৯:৯; লূক ১৯:১-৫; যোহন ৪:৬-১০) আমাদের দৈনন্দিন কাজকর্মের সময়ে আমরাও স্বাভাবিক কথাবার্তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। কিছু ট্র্যাক্ট বা ব্রোশারসহ আমাদের কাছে বাইবেল থাকলে, তা আমাদেরকে আমাদের প্রত্যাশা সম্বন্ধে কথা বলার জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত করবে।—১ পিতর ৩:১৫.
৩ শারীরিক অক্ষমতা কি ঘরে ঘরে প্রচার কাজে আপনার অংশ নেওয়াকে সীমিত করে দেয়? পরিদর্শনে আসা চিকিৎসা কর্মী এবং অন্যান্য যে-ব্যক্তিদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার বিভিন্ন সুযোগের বিষয়ে সজাগ থাকুন। (প্রেরিত ২৮:২৯, ৩০) যদি পরিস্থিতির কারণে আপনাকে প্রায়ই ঘরে থাকতে হয়, তা হলে আপনি কি টেলিফোনে বা চিঠির মাধ্যমে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছেন? একজন বোন তার পরিবারের এমন সদস্যদের কাছে নিয়মিতভাবে চিঠি লেখেন, যারা সাক্ষি নয়। তিনি বাইবেল থেকে উৎসাহজনক বিষয়গুলো এবং সাক্ষ্য দেওয়ার সময়ের অভিজ্ঞতাগুলো অন্তর্ভুক্ত করেন।
৪ কর্মস্থলে অথবা স্কুলে: যিহোবাকে প্রশংসা করার ব্যাপারে আমাদের ইচ্ছা, কর্মস্থলে অথবা স্কুলেও সত্যের বীজ রোপণ করার জন্য বিভিন্ন সুযোগ তৈরি করতে আমাদের পরিচালিত করবে। আট বছর বয়সি এক প্রকাশক সচেতন থাক! (ইংরেজি) পত্রিকায় চাঁদ সম্বন্ধে যা পড়েছিল, সেই বিষয়ে তার ক্লাসে আলোচনা করেছিল। সে কোথা থেকে তথ্যটা পেয়েছে তা জানার পর, তার শিক্ষক নিয়মিতভাবে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা নিতে শুরু করেন। কর্মস্থলে, অন্যেরা দেখতে পায় এমন একটা জায়গায় শুধুমাত্র বাইবেল শিক্ষা দেয় বইয়ের একটা কপি রাখাই হয়তো বিভিন্ন প্রশ্ন জাগিয়ে তুলতে ও সাক্ষ্যদানের সুযোগ করে দিতে পারে।
৫ আপনি কি আপনার দৈনন্দিন কাজকর্মে প্রচার করার বিভিন্ন সুযোগ তৈরি করার উপায়গুলোর বিষয়ে চিন্তা করতে পারেন? আমাদের পরিস্থিতিগুলোর সদ্ব্যবহার করে আমরা যেন প্রতিদিন ‘ঈশ্বরের উদ্দেশে স্তব-বলি উৎসর্গ করিবার’ চেষ্টা করি।—ইব্রীয় ১৩:১৫.