ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৫ পৃষ্ঠা ১
  • আমরা কি জেগে আছি—বিক্ষেপগুলি এড়িয়ে চলছি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমরা কি জেগে আছি—বিক্ষেপগুলি এড়িয়ে চলছি?
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অল্পবয়স্করা, যিহোবার প্রশংসা করো!
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নিয়ত প্রশংসা-বলি উৎসর্গের—দ্বারা ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দিন
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিদিন যিহোবার প্রশংসা করুন
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিদিন যিহোবার প্রশংসা করুন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৫ পৃষ্ঠা ১

আমরা কি জেগে আছি—বিক্ষেপগুলি এড়িয়ে চলছি?

১ যীশু একটি সাবধানবাণী দিয়েছিলেন: “জাগিয়া থাকিও . . . যেন,” যে বিপর্যয় অবশ্যম্ভাবীরূপে আসবে, “তাহা এড়াইতে পার।” (লূক ২১:৩৬) মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ে আমরা বাস করছি। যারা আধ্যাত্মিক তন্দ্রাচ্ছন্নতায় থাকবে তাদের জন্য আকস্মিক বিনাশ অপেক্ষা করছে। এটি আমাদের প্রত্যেকের জন্য বিপদ ইঙ্গিত করে। ভোজন, পান ও দৈনন্দিন জীবনের উদ্বিগ্নতার বিষয়ে যীশু উল্লেখ করেছিলেন। কেন? কারণ এমনকি এই জিনিসগুলি আমাদের জীবনে সর্বপ্রথম স্থান নিতে পারে, আমাদের বিক্ষিপ্ত করতে পারে এবং বিপজ্জনক আধ্যাত্মিক তন্দ্রাচ্ছন্নতায় আবিষ্ট করতে পারে।

২ পরিচিত বিক্ষেপগুলি: কেউ কেউ অত্যধিকরূপে অথবা প্রশ্নাতীতভাবে আমোদপ্রমোদে নিমগ্ন হয়ে পড়ে, এমনকি টিভির প্রতি আসক্ত হয়ে পড়ে। অবশ্যই, প্রথমে রাজ্যের অন্বেষণ করার অর্থ নয় যে আমাদের অবশ্যই সবরকমের আমোদপ্রমোদ এড়িয়ে চলতে হবে। যখন আমরা আমোদপ্রমোদের ক্ষেত্রে যুক্তিবাদিতা ব্যবহার করি ও মাত্রা বজায় রাখি, তখন আমোদপ্রমোদ উপকারজনক হয়ে উঠতে পারে। (তুলনা করুন ১ তীমথিয় ৪:৮) কিন্তু যখন এটি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, আমাদের অধিক সময়, সংস্থান অথবা রাজ্য-প্রচার কাজে আমাদের অধিক অংশ নিয়ে নেয় তখন সেটি হল একটি বিক্ষেপ।

৩ আর একটি সাধারণ বিক্ষেপ যা আধ্যাত্মিক তন্দ্রাচ্ছন্নতার কারণ তা হল অপ্রয়োজনীয় বস্তুগত জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা। এর অর্থ দাঁড়ায় একজন ব্যক্তির জাগতিক কাজে অধিক সময় ব্যয় করা ও আধ্যাত্মিক অনুধাবনগুলিকে পশ্চাতে ঠেলে দেওয়া। অধিকতর আরামদায়ক জীবন লাভের জন্য বস্তুগত সম্পদ অর্জনে সম্পূর্ণরূপে নিমর্জত হওয়ার দরুন কেউ কেউ আধ্যাত্মিক লক্ষ্য গুলির প্রতি দৃষ্টি হারিয়ে ফেলেছে। যখন আমাদের “গ্রাসাচ্ছাদন” প্রয়োজন, তখন আমরা অবশ্যই অর্থপ্রিয় হওয়ার বিরুদ্ধে আমাদের রক্ষা করব, যেটি আমাদের বিশ্বাস থেকে বিপথে পরিচালিত করতে পারে। (১ তীম. ৬:৮-১০) রাজ্যের হিতগুলির প্রতি আমাদের দৃষ্টি কেন্দ্রীভূত করতে ব্যর্থতার দরুন, আমরা আমাদের পরিবারের আধ্যাত্মিক প্রতি যত্ন নিতে শিথিল হয়ে পড়তে এবং আমাদের পরিচর্যা সম্পাদন করতে ব্যর্থ হতে পারি।—১ তীম. ৫:৮; ২ তীম. ৪:৫.

৪ তবুও অন্যেরা সেই মাত্রায় ‘জীবিকার চিন্তার তাদের হৃদয় ভারগ্রস্ত হতে দেয়’ যার ফলে তারা আধ্যাত্মিকভাবে ঘুমিয়ে পড়ে। (লূক ২১:৩৪) কখনও কখনও, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অথবা পারিবারিক অবস্থা দুর্দশাগ্রস্ত হওয়ার দরুন উদ্বিগ্নতা ভোগ করতে হয়। কিন্তু এইধরনের ব্যক্তিগত চিন্তাগুলিকে দ্রুত আগত এই বিধিব্যবস্থার শেষ সম্পর্কে আমাদের সচেতনতাকে হ্রাস হতে সুযোগ দেবেন না।—মার্ক ১৩:৩৩.

৫ জাগতিক কল্পনার পিছনে ধাবমান এমন স্বপ্নতুল্য পরিস্থিতিতে রেখে দিতে কৃতকার্য হওয়া, দিয়াবলের কাছে এর থেকে বেশি আর কিছু খুশির হবে না। আধ্যাত্মিকভাবে জেগে থাকার জন্য আমাদের যুদ্ধ করতে হবে। আমরা জানি যে ‘যিহোবার দিন চোরের ন্যায় আসিতেছে’ আর তাই এটি অত্যন্ত প্রয়োজন যে আমরা যেন “জাগিয়া থাকি ও মিতাচারী হই।” (থিষল. ৫:২, ৬) আমাদের মধ্যে যদি আমরা তন্দ্রাচ্ছন্নতার চিহ্ন খুঁজে পাই, তাহলে এটি জরুরি যে আমরা যেন “অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি।”—রোমীয় ১৩:১১-১৩.

৬ আমাদের জেগে থাকতে সাহায্য করার সহায়কগুলি: এইধরনের সহায়কগুলি কী কী? প্রার্থনা হল অত্যাবশ্যকীয়। আমাদের অবিরতভাবে প্রার্থনা করা উচিত। (১ থিষল. ৫: ১৭) খ্রীষ্টীয় মণ্ডলীর সাথে ঘনিষ্ঠতা ‘আমাদের প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে উদ্দীপিত করে’ তুলবে। (ইব্রীয় ১০:২৪) নিয়মিত সততার সাথে নিজেদের পরীক্ষা করা আমাদের দুর্বলতাগুলিকে অতিক্রম করার প্রয়োজনীয়তা বিষয় সজাগ থাকে আমাদের সাহায্য করতে পারে। (২ করি. ১৩:৫) ব্যক্তিগত উত্তম অধ্যয়নের অভ্যাস আমাদের “বিশ্বাসের . . . বাক্যে পোষিত” রাখবে। (১ তীম. ৪:৬) যদি আমরা অধ্যবসায়ী হই, আমরা নিশ্চিত হতে পারি যে আমরা বিক্ষেপগুলি এড়াতে সক্ষম হব, ‘জাগিয়া থাকিব, বিশ্বাসে দাঁড়াইয়া থাকিব।’—১ করি. ১৬:১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার