অন্যদের উপকৃত করতে সকল আগ্রহান্বিত ব্যক্তিদের পুনর্সাক্ষাৎ করুন
১ মুখ্য বিষয়টি কী যেটি আমাদের নির্ধারণ করতে সাহায্য করে আমরা কারও কাছে ফিরে যাব কী যাব না? আগ্রহ! যখনই রাজ্যের বার্তার প্রতি কেউ এমনকি যদি কম আগ্রহ দেখিয়ে থাকে, সেই ব্যক্তিকে উপকৃত করতে আমরা যতটি পারি না কেন আমরা তা করতে চাই। তাই ব্যক্তিটির আগ্রহ গড়ে তোলার এবং একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আমরা পুনর্সাক্ষাৎ করি। এমনকি যখন আমরা সাহিত্য ছেড়ে আসি না তখনও এটি হল আমাদের লক্ষ্য। কিভাবে এটি করা যেতে পারে?
২ যদি আপনার পূর্বের আলোচনা বর্তমানে বিবাহ সংক্রান্ত সমস্যা অতিপ্রচলিত হওয়া সম্বন্ধে হয়ে থাকে এবং আপনি “অনন্তকাল” বইটি ছেড়ে গিয়ে থাকেন, তাহলে আপনি এইভাবে আপনার আলোচনা শুরু করতে পারেন:
◼ “আমার পূর্বের সাক্ষাতে, আমরা বিবাহ এবং বাইবেলের বাস্তবধর্মী উপদেশ যা আমাদের আরও বেশি করে সুখ খুঁজে নিতে সাহায্য করতে পারে, সেই সম্বন্ধে কথা বলেছিলাম। এটি কি সত্য নয় যে এমনকি উত্তম পরিবারগুলিতে, মাঝে মাঝে সমস্যা দেখা যায়? [উত্তরের অপেক্ষা করুন।] বাইবেল আমাদের পরমোৎকৃষ্ট উপদেশ দান করে থাকে যা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলিকে সমাধান করতে আমাদের সাহায্য করা। একত্রে বাইবেল অধ্যয়ন করার দ্বারা পরিবার উপকৃত হতে পারে।” পৃষ্ঠা ২৪৬ খুলুন এবং অনুচ্ছেদ ২৩ আলোচনা করুন। যোহন ১৭:৩ পদ পড়ুন এবং গৃহে বাইবেল অধ্যয়ন শুরু করতে পরিবারকে সাহায্য করার ক্ষেত্রে আপনার সহযোগিতা দানের প্রস্তাব করুন।
৩ যদি আপনি সন্তান এবং তাদের শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে কথা বলে থাকেন, তাহলে আপনি এইভাবে আলোচনাটি চালিয়ে যেতে পারেন:
◼ “আগেরবারে আমরা আধ্যাত্মিক শিক্ষা যা সন্তানদের প্রয়োজন এবং কিভাবে পিতামাতারা তাদের সাহায্য করতে পারেন, সেই সম্বন্ধে কথা বলেছিলাম। আমি কথা বলে দেখেছি বেশির ভাগ পিতামাতারা বর্তমানে বহুসংখ্যক যুবক-যুবতীদের খারাপ আচরণ সম্বন্ধে শঙ্কিত। এই সম্বন্ধে আপনি কী মনে করেন? . . . [আপনার সমাজে প্রায়ই দেখা যায় অল্পবয়স্ক সম্বন্ধীয় অভদ্র আচরণের একটি উদাহরণ উল্লেখ করুন। উত্তরের অপেক্ষা করুন।] আসুন বাইবেলে দেওয়া বাস্তবধর্মী কিছু উপদেশ আপনাকে দেখাই।” অনন্তকাল বইয়ে ২৪৬ পৃষ্ঠায় অনুচ্ছেদ ২২ খুলে প্রধান বিষয়টি আলোচনা করুন এবং ইফিষীয় ৬:৪ পদ পড়ুন। উল্লেখ করুন যে আসলে বেশির ভাগ ছেলেমেয়েরাই শাসন এবং নির্দেশনা পেতে চায়। যখন পিতামাতেরা সেটি প্রদান করতে অধ্যবসায়ী হন, ছেলেমেয়েরা সুখী হয় এবং তাদের আচরণ আরও বেশি শ্রদ্ধাশীল হয়। কিভাবে আমরা আমাদের ছেলেমেয়েদের সাথে বাইবেল অধ্যয়ন করে থাকি তা ব্যাখ্যা করুন।
৪ যদি আপনার আলোচনার বিষয় পরমদেশ পৃথিবী সম্বন্ধে হয়ে থাকে, তাহলে আগ্রহকে পুনরায় জাগিয়ে তুলতে এইরকম বলতে পারেন:
◼ “আমরা এই বইটির মধ্যে কিছু চিত্র দেখেছিলাম যা আমাদের দেখিয়েছিল যখন ঈশ্বর পৃথিবীকে পরমদেশে পরিণত করবেন তখন সেটি কিরূপ হবে। আমাদের কাছে এর অর্থ সামান্যই হবে যদি আমরা আমাদের প্রিয়জনদের সাথে তা উপভোগ করতে না পারি। আপনি কি একমত নন?” উত্তরের অপেক্ষা করুন। তারপর অনন্তকাল বইটির ১৬২ পৃষ্টা খুলুন। প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন এবং কিভাবে আমাদের প্রিয়জনেরা আমাদের সাথে সবসময় থাকতে পারে তা ব্যাখ্যা করুন। যদি অনুকূল সাড়া পাওয়া যায়, তাহলে যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন এই দেখাতে যে মৃতেরা পুনরায়, জীবনে ফিরে আসবে। বইটির সামনের পৃষ্ঠাটি তুলে ধরুন এবং বলুন: “এটি বাস্তবিকই সত্য—আমরা পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারি!” কেন আমরা জানি যে এটি নিকটে তা আলোচনা করতে আর একটি সাক্ষাতের ব্যবস্থা করুন।
৫ পুনর্সাক্ষাতের প্রধান উদ্দেশ্য হল রাজ্যের বার্তা থেকে উপকৃত হতে আগ্রহী ব্যক্তিদের সাহায্য করা। আধ্যাত্মিক বিষয়গুলির জন্য তাদের আকাঙ্খাকে বাড়াতে বেশির ভাগ লোকেরা উদ্দীপনার প্রয়োজন হয়ে থাকে। সাহিত্যের ব্যবহারিক মূল্যের নির্দিষ্ট বিষয়গুলির প্রতি তাদের মনোযোগ আকর্ষন করুন ও কিভাবে এটি তাদের বাইবেলকে আরও ভাল করে বুঝতে সাহায্য করতে পারে তার উপর জোর দিন। পুনর্সাক্ষাৎ যেটি এই লক্ষ্যগুলি সম্পাদন করে, সেটি অন্যদের সর্বোত্তম সম্ভাব্য উপায়ে তাদের নিজেদের উপকৃত হতে সাহায্য করবে।