তাদের নিজেদের উপকৃত করতে অন্যদের সাহায্য করুন
১ আমাদের কী প্রয়োজন তা জানতে যিহোবা আমাদের শিক্ষা দেবেন বলে প্রতিজ্ঞা করেন। গীতসংহিতা ৩২:৮ পদে তিনি আমাদের নিশ্চয়তা দেন: “আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।” এই আশ্বাসবাণী আমাদের কাছে বিরাট উপকারের। বাইবেলের বিজ্ঞ উপদেশ শোনার দ্বারা কিভাবে তারা নিজেরা উপকৃত হতে পারে তা আমরা নিঃস্বার্থপরভাবে অন্যদের দেখাতে চাই। (যিশা. ৪৮:১৭) সেপ্টেম্বর মাসে যাদের সাথে আমরা সাক্ষাৎ করি তাদের সকলকে অনন্তকাল বইটি অর্পণ করার দ্বারা আমরা তা করতে পারি। আমাদের উপস্থাপনা প্রস্তুত করার ক্ষেত্রে বহু উপায় রয়েছে যাতে করে আমরা বাইবেলের ব্যবহারিক মূল্যকে দেখাতে পারি এমনকি সেইসব ব্যক্তিদের, যারা বাইবেলের জ্ঞানের সাথে পরিচিত নয় ও যারা বাইবেলের শিক্ষাগুলিকে বিশ্বাস করে না।
২ বর্তমানে বিবাহ সংক্রান্ত সমস্যা অতিপ্রচলিত হওয়ার পরিপ্রেক্ষিতে আপনি হয়ত “অনন্তকাল” বইটি থেকে এই চিন্তাধারাটি তুলে ধরতে বেছে নেবেন:
◼ “যাদের সাথে আমি কথা বলেছি তাদের অধিকাংশই বিবাহিত জীবনে অসুখী এবং বিবাহবিচ্ছেদ অসাধারণভাবে বেড়ে যাওয়া সম্বন্ধে চিন্তিত। এই সমস্যা সম্বন্ধে আপনি কিরূপ বোধ করেন? [উত্তরের অপেক্ষা করুন।] এর মূল কারণগুলি উপলব্ধি করতে অনেকেই ব্যর্থ হয়েছে। যদি তারা আন্তরিক প্রচেষ্টা করে, তাহলে বিবাহিত দম্পতিরা কেবলমাত্র তাদের বিবাহকে রক্ষা করতে পারবেন তাই নয়, কিন্তু সেই সাথে তারা প্রকৃত সুখও খুঁজে পাবে। অনেকেই দেখেছেন সফলতার চাবিকাঠি হল বাইবেলে দেওয়া উপদেশ প্রয়োগ করা।” ইফিষীয় ৫:২৮, ২৯, ৩৩ পদ পড়ুন। পৃষ্ঠা ২৪৩ খুলে অনুচ্ছেদ ১৬ ও ১৭ আলোচনা করুন এবং তারপর বইটি অর্পণ করুন।
৩ সন্তানদের উত্তম গুণ সম্পন্ন সময়ের এবং তাদের পিতামাতাদের কাছ থেকে শিক্ষা লাভ করা প্রয়োজন। “অনন্তকাল” বইটি তুলে ধরে আপনি বলতে পারেন:
◼ “আমাদের যুবক-যুবতীদের ভবিষ্যৎ মঙ্গল সম্বন্ধে আমরা সকলেই চিন্তিত। আপনার মতে, সর্বোত্তম উপায়টি কী যাতে করে পিতামারা তাদের সন্তানদের এক সুরক্ষিত ভবিষ্যৎ খুঁজতে সাহায্য করতে পারেন। [উত্তরের অপেক্ষা করুন।] প্রায় ৩,০০০ বছর আগে লেখা বাইবেলের পুস্তক হিতোপদেশ থেকে এই উপদেশটি শুনুন। [হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন।] যেখানে আমাদের সন্তানেরা তাদের স্কুলে পাওয়া শিক্ষা থেকে প্রচুর উপকার লাভ করতে পারে, সেখানে গৃহেতে পিতামাতাদের দ্বারা প্রদান করা শিক্ষা আরও বেশি মূল্যবান হয়। এর জন্য প্রয়োজন সময়, মনোযোগ এবং ভালবাসা, কিন্তু এই প্রচেষ্টা যথার্থ।” পৃষ্ঠা ২৪৫ খুলে অনুচ্ছেদ ২০ ও ২১ আলোচনা করুন এবং তারপর পারিবারিক আলোচনার জন্য এক ভিত্তি হিসাবে কিভাবে বইটি ব্যবহৃত হতে পারে তা ব্যাখ্যা করুন।
৪ পৃথিবী কিভাবে একটি পরমদেশে পরিণত হবে তা দেখিয়ে আপনি হয়ত “অনন্তকাল” বইটি অর্পণ করতে চান:
◼ “আমি নিশ্চিত ভবিষ্যতে আপনার জীবন কিরূপ হবে সেই সম্বন্ধে আপনি চিন্তিত। বহু ধর্মীয় পুস্তক ভবিষ্যৎ সম্বন্ধে বলে থাকে। উদাহরণস্বরূপ, বাইবেল, যীশু আমাদের ঈশ্বরের ইচ্ছা স্বর্গে যেমন আছে পৃথিবীতেও তেমনি হওয়ার জন্য প্রার্থণা করতে শিখিয়েছিলেন। যখন তা ঘটবে তখন পৃথিবী কিরকম হবে? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] এখানে এক চিত্রকারের এক পরমদেশ পৃথিবীর চিত্র রয়েছে। [পৃষ্ঠা ১২ ও ১৩-য় চিত্রটি উল্লেখ করুন। তারপর ১২ অনুচ্ছেদ সহ যিশাইয় ১১:৬-৯ পদ পড়ুন।] এইরকম একটি পৃথিবীতে বাস করা কি অপূর্ব হবে না? এই বইটি আপনাকে দেখাবে কিভাবে আপনি ও আপনার পরিবার এইরকম একটি পরমদেশে বাস করতে পারেন।”
৫ দ্বারেতে আপনার সফলতা নির্ধারণ করার একটি প্রধান বিষয় হল আগে থেকে আপনার উপস্থাপনা প্রস্তুত করা। কড়া নাড়ার আগে শাস্ত্রীয় বিষয় সম্বন্ধে নির্দিষ্ট কিছু বলার বিষয় অবশ্যই চিন্তা করে নিন। এছাড়াও, যদি বইটি গৃহীত না হয়, তাহলে যে পত্রিকা অথবা ট্রাক্টটি অর্পণ করার পরিকল্পনা করেছেন তার থেকে আগ্রহজনক বিষয় সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্য মনের মধ্যে রাখুন। সেপ্টেম্বর মাসে রাজ্যের সত্যের বীজ বপন করতে আপনি প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন। (উপ. ১১:৬) অন্যদের চিরস্থায়ী উপকার লাভ করতে আপনি সাহায্যকারী হবেন।