নিয়ত প্রশংসা-বলি উৎসর্গের—দ্বারা ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দিন
১ যারা রাজ্যকে প্রথম স্থান দেয়, তারা সর্বদা ঈশ্বর সম্বন্ধে ও তাঁর রাজ্য সম্বন্ধে কথা বলতে সচেতন থাকে। (গীত. ১৪৫:১১-১৩) প্রতিদিনই তাঁর নামকে গৌরবান্বিত করা ও সুসমাচার সম্বন্ধে কথা বলার সুযোগগুলি আছে। (গীত. ৯৬:২) গীতরচকের কাছে যিহোবার প্রশংসা করা এক আনন্দের বিষয় ছিল, যিনি ঘোষণা করেছিলেন: “আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি।” (গীত. ৪৪:৮) আমরা যদি একইরকম মনে করি, তাহলে নিয়মিতভাবে রাজ্যের পরিচর্যায় অংশ নিতে আগ্রহী হব।
২ পরিচর্যায় আমাদের কতটা সময় ব্যয় করা উচিত সেই বিষয়ে যিহোবা নির্দিষ্ট কোন মান নির্ধারণ করেননি, কিন্তু তিনি “নিয়ত” তাঁর প্রশংসা করতে আমাদের উৎসাহ দেন। (ইব্রীয় ১৩:১৫) আমাদের ব্যক্তিগত পরিস্থিতি যদি অনুমতি দেয়, তাহলে প্রত্যেক সপ্তাহে যিহোবার প্রশংসায় কিছু সময় ব্যয় করাকে আমাদের লক্ষ্য করে নেওয়া উচিত। ইতিমধ্যেই যারা তা করছে, তারা হয়ত তাদের পরিস্থিতি গুছিয়ে নিয়ে মাঝে মাঝে অথবা এমনকি নিয়মিতরূপে সহায়ক অগ্রগামী হিসাবে কাজ করতে পারে। কেউ কেউ যারা সহায়ক অগ্রগামীর কাজ উপভোগ করছে, তারা হয়ত নিয়মিত অগ্রগামী হিসাবে নথিভুক্ত করতে সক্ষম হতে পারে।
৩ আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের প্রশংসা-বলি উৎসর্গ বৃদ্ধি করা আমাদের পক্ষে কি সম্ভব? উপলব্ধির দ্বারা উদ্যোগ উদ্দীপিত হয়। ঈশ্বরের বাক্যের ব্যক্তিগত অধ্যয়ন উপলব্ধি গড়ে তোলে। মণ্ডলীর সভাগুলি আমাদের ব্যবহারিক উপায়ে সেই উপলব্ধিকে প্রকাশ করতে প্ররোচিত করে। অন্যান্য উদ্যোগী প্রশংসাকারীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ‘সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে তুলতে’ পারে। (ইব্রীয় ১০:২৪) মণ্ডলী দ্বারা আয়োজিত ব্যবস্থাদির পূর্ণ সুযোগ গ্রহণ করার দ্বারা, আমরা হয়ত আমাদের প্রশংসা-বলি উৎসর্গকে বাড়াতে সক্ষম হব।
৪ ভাববাদিনী হান্না যিহোবার পরিচর্যার বিষয়ে এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন। যদিও তিনি ৮৪ বছরের ছিলেন, তিনি “ধর্ম্মধাম হইতে প্রস্থান না করিয়া . . . রাত দিন উপাসনা করিতেন।” (লূক ২:৩৭) মণ্ডলীর কাজকর্মে সম্পূর্ণ-হৃদয়ে যুক্ত থাকা তার জন্য ব্যক্তিগত মহা সন্তুষ্টি এনেছিল। তার বিশ্বস্ত পরিচর্যা বিষয়ক বাইবেলের বিবরণ বর্তমান দিনে আমাদের জন্য উৎসাহ যোগায়।
৫ পৌল সুপারিশ করেন যে যারা “বলবান্ . . . আমাদের উচিত, যেন দুর্ব্বলদিগের দুর্ব্বলতা বহন করি।” (রোমীয়. ১৫:১) সম্ভবত আপনার মণ্ডলীতে কেউ কেউ আছে যারা আপনার সদয় সহযোগিতা ও উৎসাহ থেকে উপকৃত হবে। ক্ষেত্র পরিচর্যায় আপনার সঙ্গ দান হয়ত ঠিক যাহা প্রয়োজন ছিল তাই পূরণ করতে পারে। এক প্রকাশকের হয়ত পরিবহণের অথবা কেউ তার সাথে কাজ করার প্রয়োজন হতে পারে। নিরুৎসাহ কারও কাছে এক সমস্যা হতে পারে আর আপনি হয়ত একজন যিনি রাজ্যের পরিচর্যার জন্য ব্যক্তির উদ্যোগকে পুনরায় উদ্দীপিত করতে প্রয়োজনীয় গঠনমূলক সাহায্য যোগাতে পারেন। (১ থিষল. ৫:১৪) “পবিত্রগণের অভাবের সহভাগী” হতে আপনার ইচ্ছা যিহোবার নামের প্রশংসাকে বৃদ্ধি করতে আপনার আন্তরিক ইচ্ছাকে প্রদর্শন করে।—রোমীয়. ১২:১৩.
৬ যিহোবা ইতিমধ্যেই আমাদের জন্য যা করেছেন এবং যা করবেন তা আমরা গণনা করতে পারি না। এই আশীর্বাদগুলির জন্য আমরা কোনভাবেই তাঁকে প্রতিদান দিতে পারি না। ‘শ্বাসবিশিষ্ট সকলেই যিহোবার প্রশংসা’ করার কি জোরাল কারণগুলিই না আছে।—গীত. ১৫০:৬.