ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৬ পৃষ্ঠা ১
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রস্তুত হয়ে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রস্তুত হয়ে
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হোন’
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যদি এটিতে ফল পাওয়া যায়, এটি ব্যবহার করুন!
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে একটা পত্রিকা উপস্থাপনা তৈরি করবেন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—মানিয়ে নেওয়ার মাধ্যমে
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৬ পৃষ্ঠা ১

ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠প্রস্তুত হয়ে

১ পরিচর্যার জন্য উত্তম প্রস্তুতি অন্যদের প্রতি আমাদের ব্যক্তিগত আগ্রহ দেখাতে সাহায্য করে। কীভাবে? যখন আমরা উত্তমভাবে প্রস্তুতি নিই, তখন আমরা আমাদের উপস্থাপনা নিয়ে কম চিন্তা করে থাকি আর এর ফলে গৃহকর্তার প্রতি আমরা বেশি মনোযোগ দিতে পারি। অধিকন্তু, এটা আমাদের ঘাবড়ে যাওয়া অতিক্রম করতে এবং হৃদয় থেকে কথা বলতে সাহায্য করে। কিন্তু, কীভাবে আমরা এক কার্যকারী উপস্থাপনা প্রস্তুত করতে পারি?

২ উপযোগী এক উপস্থাপনা ব্যবহার করুন: ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া প্রস্তাবিত উপস্থাপনাগুলো থেকে একটা উপস্থাপনা বেছে নিন, যেটা আপনার এলাকার জন্য উপযুক্ত আর সেটা কীভাবে আপনার নিজের কথায় প্রকাশ করতে পারেন, তা বিবেচনা করুন। আপনার এলাকার সঙ্গে তা খাপ খাইয়ে নিন। উদাহরণ হিসেবে, আপনি যদি নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতির পটভূমির লোকেদের সঙ্গে প্রায়ই সাক্ষাৎ করেন, তা হলে আপনার উপস্থাপনা কীভাবে তাদের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে পারে, সেই বিষয়ে চিন্তা করুন। যে-ব্যক্তিদের সঙ্গে আপনি কথা বলেন, তাদের জন্য আপনার উপস্থাপনাকে খাপ খাইয়ে নেওয়া তাদের প্রতি আপনার আন্তরিক আগ্রহকে প্রকাশ করে।​—⁠১ করি. ৯:⁠২২.

৩ উপস্থাপনার ব্যবহার শুরু করার সঙ্গে সঙ্গে ক্রমাগত তা উন্নত করে চলুন। যেহেতু প্রারম্ভিক কথাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই লোকেরা কীভাবে আপনার ভূমিকার প্রতি সাড়া দেয়, তা লক্ষ করা উচিত। বিষয়বস্তু কি তাদের আগ্রহী করে? আপনি যে-প্রশ্নগুলো করেন, তাতে কি সাড়া পান? যদি না হয়, তা হলে কার্যকারী এক উপস্থাপনা খুঁজে না পাওয়া পর্যন্ত রদবদল করে চলুন।

৪ স্মরণশক্তি-সহায়ক: অনেকের পক্ষেই দরজায় উপস্থিত হওয়ার পর একটা উপস্থাপনা স্মরণ করা কঠিন হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয়, তা হলে আপনি কি অন্য এক ব্যক্তির সঙ্গে উপস্থাপনাটা উচ্চস্বরে অনুশীলন করার চেষ্টা করেছেন? এটা করা আপনার মনে স্পষ্ট ধারণা পেতে এবং বিষয়বস্তু সরল ও যুক্তিযুক্তভাবে প্রকাশ করতে সাহায্য করতে পারে। এ ছাড়া, এটা আপনাকে গৃহকর্তাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে পারে।

৫ আরেকটা স্মরণশক্তি-সহায়ক হল, একটা ছোট্ট কাগজে উপস্থাপনার সংক্ষিপ্ত সার লিখে রাখা এবং দরজায় এগিয়ে যাওয়ার ঠিক আগে এক পলক সেটা দেখে নেওয়া। কেউ কেউ দেখেছে যে, এই সংক্ষিপ্ত অনুস্মারকটি তাদেরকে লোকেদের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে ও ভালভাবে কথাবার্তা বলতে সাহায্য করে। এই উপায়গুলোর মাধ্যমে, উত্তম প্রস্তুতি আমাদেরকে অন্যদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতে আর এইভাবে আমাদের সুসমাচারের উপস্থাপনাকে উন্নত করতে সাহায্য করতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার