পরিচর্যা সভার তালিকা
১৩ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১২১
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা উপস্থাপনায় জনসাধারণের একটা স্থানে সাক্ষ্য দেওয়ার নমুনা দেখান।
১০ মিনিট:আপনি কি যিহোবার সংগঠনের সঙ্গে তাল মিলিয়ে চলছেন? যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৭-১০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একটা বক্তৃতা।
২৫ মিনিট:“‘জগতের জ্যোতির’ প্রতি মনোযোগ আকর্ষণ করুন।”a পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা আলোচনা করবেন। যারা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য নাম লিখিয়েছে, তাদের নাম ঘোষণা করুন। ক্ষেত্রের পরিচর্যার জন্য যে ভিন্ন ভিন্ন সভার আয়োজন করা হয়েছে, তা উল্লেখ করুন। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫ পৃষ্ঠার ইনসার্টে দেওয়া সহায়ক অগ্রগামীর নমুনাস্বরূপ যে-তালিকাটি রয়েছে, তার ওপর মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।
গান ২২৪ এবং শেষ প্রার্থনা।
২০শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৮৯
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট:“প্রচার করার বিভিন্ন সুযোগ তৈরি করুন।”b কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এমন একজন প্রকাশক কীভাবে সাক্ষ্য দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিলেন, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাকে আমন্ত্রণ জানান।
২০ মিনিট:“অতি সুপ্রাপ্য এক সহায়।”c একজন প্রাচীন বিষয়টা আলোচনা করবেন। ১৯৯৮ সালে নভেম্বর মাসের এবং ২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্ন বাক্সগুলো থেকে সংক্ষিপ্ত মন্তব্য অন্তর্ভুক্ত করুন।
গান ১ এবং শেষ প্রার্থনা।
২৭শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। প্রকাশকদের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা মার্চ প্রহরীদুর্গ নতুবা জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
১০ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২৫ মিনিট:বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়। মার্চ মাসে আমরা নতুন বইটি অর্পণ করব। ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩-৬ পৃষ্ঠার ইনসার্টের পরামর্শগুলো ব্যবহার করে কয়েকটা উপস্থাপনা পুনরালোচনা করুন ও সেগুলোর নমুনা দেখান, যেগুলো স্থানীয় এলাকার জন্য উপযুক্ত। শ্রোতারা এই নতুন বইটি ব্যবহার করে যে-উল্লেখযোগ্য অভিজ্ঞতা লাভ করেছে, বিশেষ করে বাইবেল অধ্যয়ন শুরু করেছে, সেই বিষয়ে বলার জন্য তাদের আমন্ত্রণ জানান।
গান ১৪৮ এবং শেষ প্রার্থনা।
৬ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫১
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। যেহেতু ট্র্যাক্টগুলো সহজেই বহন করা যায় এবং দেখতে আকর্ষণীয়, তাই এগুলো ঘরে ঘরে পরিচর্যায়, জনসাধারণ্যে প্রচারে এবং রীতিবহির্ভূত সাক্ষ্যদানের সময় কথাবার্তা শুরু করার জন্য কার্যকারী। সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে! শিরোনামের নতুন ট্র্যাক্টটি ব্যবহার করে কীভাবে কথাবার্তা শুরু করা যায়, সেই বিষয়ে নমুনা দেখান। ট্র্যাক্টের ২ পৃষ্ঠায় উদ্ধৃত পদগুলোর কোনো একটা উল্লেখ করুন।
১৫ মিনিট:“ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রস্তুত হয়ে।”d দুজন প্রকাশক বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণের প্রস্তুতি নিচ্ছে, সেটা দেখাতে একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন। তারা ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে একটা উপস্থাপনা নির্বাচন করে এবং আলোচনা করে যে, কীভাবে তারা তাদের নিজের কথায় সেটা বলতে ও স্থানীয় এলাকা অনুযায়ী তা খাপ খাইয়ে নিতে পারে। তারা একত্রে উচ্চস্বরে উপস্থাপনার মহড়া দিতে যাবে এমন অবস্থায় নমুনাটা শেষ হয়।
২০ মিনিট:“শিক্ষা দেওয়ার জন্য দৃশ্যত সাহায্যগুলো ব্যবহার করুন।”e প্রবন্ধে উল্লেখিত প্রত্যেকটা ভিডিওর বিষয়ে আলোচনা করার সময় প্রচ্ছদ দেখান এবং এর বিষয়বস্তু সম্বন্ধে যে-সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে, তা পড়ুন। শ্রোতারা তাদের পরিচর্যায় ভিডিওগুলো ব্যবহার করে যে-অভিজ্ঞতাগুলো লাভ করেছে, সেগুলো তাদেরকে বর্ণনা করতে বলুন।—বর্ষপুস্তক ১৯৯৭ (ইংরেজি), পৃষ্ঠা ৫৪ এবং বর্ষপুস্তক ১৯৯৫ (ইংরেজি), পৃষ্ঠা ৫০-১ দেখুন।
গান ৬৮ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।