“খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার জন্য বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা
প্রকাশকরা আবারও এক বিশেষ ইস্তাহার বিতরণ করবে
১ গত বছর “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার পৃথিবীব্যাপী অভিযান, আগ্রহী ব্যক্তিদের ওপর এক জোরালো প্রভাব ফেলেছিল। এই বিশেষ আমন্ত্রণ গ্রহণ করে যারা এসেছিল, তারা প্রথমবার যিহোবার সাক্ষিদের সঙ্গে এক অপূর্ব আধ্যাত্মিক ভোজে অংশ নেওয়ার অভিজ্ঞতা লাভ করেছিল। (যিশা. ৬৫:১৩) তারা আমাদের উষ্ণ, ঐক্যবদ্ধ খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের সঙ্গে মেলামেশা উপভোগ করেছিল। (গীত. ১৩৩:১) “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য যত জনকে সম্ভব সাহায্য করতে আমরা আবারও পৃথিবীব্যাপী এক বিশেষ ইস্তাহার বিতরণ করার কাজে অংশ নেব।
২ গত বছরের ফলাফল: বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাওয়া রিপোর্টগুলোর ওপর ভিত্তি করে জানা যায় যে, “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার দ্বারা চমৎকার ফলাফল পাওয়া গিয়েছে। অনেক জায়গায় আমাদের সম্বন্ধে ইতিবাচক প্রচারণা করা হয়েছে। উদাহরণস্বরূপ, একটা শহরে এক খবরের কাগজ এই অভিযান সম্বন্ধে ছয় কলমের একটি প্রবন্ধ ছাপিয়েছিল, যেটিতে উল্লেখ করা হয়েছিল: “সবার কাছে সময়মতো পৌঁছানোর জন্য সাক্ষিরা আশেপাশের এলাকায় এক বিশেষ প্রচেষ্টা করে যাচ্ছে—দীর্ঘ সময় ধরে প্রচার কাজ করছে, দীর্ঘ পথ হেঁটে যাচ্ছে ও দ্রুত কথা বলছে।” সুসংগঠিতভাবে করা এই ইস্তাহার বিতরণ, আরেকটা শহরের স্থানীয় প্রচারমাধ্যমের আগ্রহ জাগিয়ে তুলেছিল, যার ফলে এটা পুঙ্খানুপুঙ্খ খবর জানাতে পরিচালিত হয়েছিল। অন্তত তিনটে খবরের কাগজ সম্মেলনের পূর্বে আমাদের কাজ সম্বন্ধে অনুকূল রিপোর্ট দিয়েছিল। একজন রিপোর্টার বেশ কয়েকটা বিস্তারিত প্রবন্ধ লিখেছিলেন, যেগুলো একটা খবরের কাগজের রবিবারের সংখ্যায় দুই পৃষ্ঠারও বেশি জায়গা জুড়ে ছাপা হয়েছিল। এই প্রবন্ধগুলোতে আমাদের বিশ্বাস, আমাদের ভ্রাতৃসমাজ, ইস্তাহার বিতরণ ও সম্মেলন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। একজন প্রকাশক যখন একটা বাড়িতে এই আমন্ত্রণপত্রটি উপস্থাপনা করছিলেন, তখন সেই গৃহকর্ত্রী তাকে বাধা দিয়ে বলেছিলেন: “হ্যাঁ, আমি খবরের কাগজে ঠিক এই সম্বন্ধেই পড়ছিলাম!” আরেকজন গৃহকর্ত্রী উল্লসিত হয়ে বলেছিলেন: “আমি এইমাত্র আপনাদের সম্বন্ধে পড়ছিলাম আর এই যে, আপনারা চলে এলেন! এই আমন্ত্রণপত্রটি কি আমার জন্য?” এরপর তিনি আরও বলেছিলেন, “যিহোবার সাক্ষিদের এই কাজ সত্যিই প্রশংসনীয়।”
৩ অনেক আগ্রহী ব্যক্তিকে তাদের আমন্ত্রণপত্রটি হাতে নিয়ে সম্মেলনস্থলগুলোর দিকে আসতে দেখা গিয়েছিল। কিছু আগ্রহী ব্যক্তি অধিবেশনগুলোতে যোগ দেওয়ার জন্য দূরের শহরগুলো থেকে গাড়ি চালিয়ে এসেছিল। অন্যদেরকে আমন্ত্রণ জানানোর জন্য করা আমাদের অধ্যবসায়ী প্রচেষ্টা উপস্থিতির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে অবদান রেখেছিল, যেমন একটা দেশে এর আগের বছরের তুলনায় এই সম্মেলনে শতকরা ২৭ জন বেশি লোক উপস্থিত হয়েছিল।
৪ যতখানি এলাকা শেষ করা যায়: আপনি এই ইস্তাহারটি আপনার সম্মেলন শুরু হওয়ার তিন সপ্তাহ আগে বিতরণ করা শুরু করতে পারেন। মণ্ডলীর পুরো এলাকা শেষ করার সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত। যে-মণ্ডলীগুলোর বড় এলাকা রয়েছে, সেখানে প্রকাশকরা সম্মেলনের আগে শেষ সপ্তাহে ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে কৌশলে ইস্তাহারটি ছেড়ে আসতে পারে। মণ্ডলীগুলোর তাদের ভাগের সমস্ত ইস্তাহার বিতরণ করার এবং এলাকার যতখানি সম্ভব শেষ করার প্রচেষ্টা করা উচিত। যে-ইস্তাহারগুলো বেঁচে যায়, সেগুলো মণ্ডলীর অগ্রগামীরা ব্যবহার করতে পারে।
৫ কী বলবেন: আপনি হয়তো এইরকম কিছু বলতে পারেন: “আমরা আসন্ন এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য এই আমন্ত্রণপত্রটি বিতরণ করার এক বিশ্বব্যাপী কাজে অংশ নিচ্ছি। এই কপিটি আপনার জন্য। এই আমন্ত্রণপত্রে আপনি বিস্তারিত আরও কিছু তথ্য পাবেন।” উপস্থাপনাকে সংক্ষিপ্ত রাখা ব্যাপকভাবে বিতরণ করার সুযোগ করে দেবে। অবশ্য, গৃহকর্তার যদি কিছু প্রশ্ন থাকে, তা হলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য সময় দিন। আগ্রহ দেখা গেলে নামটা লিখে রাখুন এবং যত শীঘ্রই সম্ভব তার কাছে ফিরে যান।
৬ খ্রিস্টকে অনুসরণ করার যে-প্রচেষ্টা আমরা করি, তা কতই না গুরুত্বপূর্ণ! (যোহন ৩:৩৬) আমাদের আসন্ন জেলা সম্মেলন, উপস্থিত সবাইকে ঠিক তা-ই করতে সাহায্য করবে। নিশ্চিতভাবেই আমরা আশা করতে পারি যে, “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার এই সম্মিলিত প্রচেষ্টার ফলে আবারও ব্যাপকভাবে সাক্ষ্য দেওয়া হবে। তাই, যত বেশি লোককে সম্ভব উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে উদ্যোগী হোন। এই ঐক্যবদ্ধ বিশ্বব্যাপী অভিযানে অংশ নেওয়ার সময় আপনার ব্যক্তিগত প্রচেষ্টায় যিহোবার প্রচুর আশীর্বাদ থাকুক।