আপনি কি ইস্তাহারগুলো ব্যবহার করছেন?
একদিন এগারো বছর বয়সি একজন ছেলে একটা ইস্তাহার খুঁজে পায়, যেখানে নরক সম্বন্ধে জনসাধারণের উদ্দেশে একটা বক্তৃতার বিষয়ে লেখা ছিল। “এটা আমার মধ্যে দারুণ আগ্রহ জাগিয়ে তুলেছিল,” পরে সে ব্যাখ্যা করে, “কারণ মনে হতো যে, আমি সবসময় অন্যায় কাজ করে চলছিলাম আর তাই এটা ভেবে খুবই দুশ্চিন্তা করছিলাম যে, আমি মারা গেলে বুঝি জ্বলন্ত নরকে যাব।” ছেলেটি সেই বক্তৃতায় যোগ দেয় এবং বেশ কয়েক বার বাইবেল অধ্যয়ন করে প্রায় এক বছর পর বাপ্তিস্ম নেয়। কার্ল ক্লাইনের খ্রিস্টীয় কেরিয়ার এভাবেই শুরু হয়, যিনি পরে অনেক বছর ধরে যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীর একজন সদস্য হিসেবে সেবা করেছিলেন। এই সমস্তকিছু একটা ইস্তাহারের মাধ্যমে শুরু হয়েছিল।
ইস্তাহারগুলো বর্তমানেও সাক্ষ্য দেওয়ার এক কার্যকারী হাতিয়ার হয়ে এসেছে। অনেক প্রকাশক দেখতে পায় যে, একজন ব্যক্তিকে তা দেওয়া নিজেদের পরিচয় করিয়ে দেওয়ার এবং আলোচনা শুরু করার এক উত্তম উপায়। বাবামারা তাদের ছোট ছেলেমেয়েদের দরজায় দাঁড়িয়ে একটা ইস্তাহার দেওয়ার সুযোগ দিয়ে তাদেরকে পরিচর্যায় জড়িত করতে পারে। যে-প্রকাশকরা চিঠির মাধ্যমে সাক্ষ্যদানে অংশগ্রহণ করে, তারাও চিঠির সঙ্গে একটা ইস্তাহার যুক্ত করে সভা সম্বন্ধে জানাতে পারে। আর অবশ্যই বাইবেল ছাত্র এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিদের আমাদের সভাগুলোতে আসার আমন্ত্রণ জানানোর জন্য ইস্তাহার হল একটা সহজ উপায়।
আপনি কি আপনার পরিচর্যায় ইস্তাহারগুলোর সদ্ব্যবহার করছেন?