আমরা দৃঢ়ভাবে গেঁথে থাকা বিষয়গুলোকে ভেঙে ফেলছি
১ বহু শতাব্দী ধরে, শয়তান বিভিন্ন মিথ্যা শিক্ষা এবং প্রতারণা ব্যবহার করে অনেক লোকের মন ও হৃদয়কে অন্ধ করে রেখেছে। সে ত্রিত্ব, আত্মার অমরত্ব এবং নরকাগ্নির মতো মতবাদগুলোকে প্রচার করেছে। সে সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ এবং বাইবেলের প্রামাণিকতা সম্বন্ধে সংশয়বাদকে ছড়িয়ে দিয়েছে। বর্ণবৈষম্য ও জাতীয়তাবাদ হল সত্যের আলোর জন্য আরেকটা বিরাট প্রতিবন্ধক। (২ করি. ৪:৪) কীভাবে আমরা দুর্গসমূহ বা এইরকম দৃঢ়ভাবে গেঁথে থাকা বিশ্বাসগুলোকে ভেঙে ফেলতে পারি?—২ করি. ১০:৪, ৫.
২ আবেগ জড়িত: দীর্ঘদিন সত্য হিসেবে মনে করা ধর্মীয় বিশ্বাসগুলোর সঙ্গে প্রায়ই একজন ব্যক্তির গভীর আবেগ জড়িত থাকে। কেউ কেউ ছোটোবেলা থেকেই ভুল বিশ্বাসগুলোকে ধরে রেখেছে। এই ধরনের ব্যক্তিদের সাহায্য করার জন্য আমাদের এমনভাবে কথা বলতে হবে যা দেখায় যে, তাদের দৃষ্টিভঙ্গিকে আমরা ‘সম্মান করি।’—১ পিতর ৩:১৫, NW.
৩ তারা কী বিশ্বাস করে এবং কেন তা বিশ্বাস করে, সেই বিষয়ে ব্যাখ্যা করার সুযোগ দিয়ে আমরা এই ধরনের ব্যক্তিদের মর্যাদা দিতে পারি। (যাকোব ১:১৯) তারা হয়তো এইজন্য আত্মার অমরত্বে বিশ্বাস করে, কারণ তাদের প্রিয়জনেরা মারা গিয়েছে আর তারা তাদেরকে দেখার জন্য প্রতীক্ষা করে আছে। অথবা তারা হয়তো এইজন্য ছুটির দিনগুলো পালন করে থাকে, কারণ এই ছুটির দিনগুলো তাদেরকে তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর যে-সুযোগগুলো করে দেয়, তা তারা উপভোগ করে। তাদের অভিব্যক্তিগুলো শোনা আমাদেরকে তাদের অনুভূতিগুলো সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এবং অপ্রয়োজনীয়ভাবে অসন্তুষ্ট না করে এক কার্যকারী উপায়ে সাড়া দিতে আমাদের সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো পরবর্তী কোনো সময়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিতে পারি।—হিতো. ১৬:২৩.
৪ যিশুকে অনুকরণ করুন: একজন ব্যবস্থাবেত্তার প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে যিশু আমাদের জন্য এক চমৎকার উদাহরণ স্থাপন করেছেন। যিশু সরাসরি উত্তরগুলো দেননি, যেগুলোকে হয়তো সেই ব্যক্তি তার সযত্নে পোষণ করা বিশ্বাসগুলোর কারণে প্রত্যাখ্যান করতে পারতেন। পরিবর্তে, যিশু শাস্ত্রের প্রতি নির্দেশ করেছিলেন, তাকে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে আমন্ত্রণ জানিয়েছিলেন আর একটা দৃষ্টান্তের মাধ্যমে তাকে যুক্তি করতে সাহায্য করেছিলেন।—লূক ১০:২৫-৩৭.
৫ দৃঢ়ভাবে ধরে থাকা মিথ্যা ধর্মীয় বিশ্বাসগুলো কোনোভাবেই ঈশ্বরের বাক্যের সত্যের সমতুল্য নয়। (ইব্রীয় ৪:১২) ধৈর্যপূর্বক ও কৌশলতার সঙ্গে হৃদয় স্পর্শ করার দ্বারা আমরা হয়তো লোকেদেরকে মিথ্যা বিশ্বাসগুলোকে প্রত্যাখ্যান করতে এবং সেই সত্যকে গ্রহণ করার জন্য সাহায্য করতে পারব যা তাদেরকে স্বাধীন করতে পারে।—যোহন ৮:৩২.