শিক্ষা দেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুত থাকুন
১. একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় কেন আমাদের ছাত্রের উপলব্ধিবোধ গড়ে তোলার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত?
১ একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় আমরা যদি ছাত্রকে যিহোবাকে সেবা করার জন্য অনুপ্রাণিত করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রচেষ্টা উত্তম ফল উৎপন্ন করবে যদি আমরা ছাত্রকে বাইবেল থেকে তিনি যা শেখেন, তা উপলব্ধি করতে সাহায্য করি। ফলে এটা ছাত্রকে প্রেরণা দেবে। (দ্বিতীয়. ৬:৫; হিতো. ৪:২৩; ১ করি. ৯:২৬) কীভাবে আমরা তা করতে পারি?
২. উত্তম প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রার্থনা কোন ভূমিকা পালন করে থাকে?
২ প্রার্থনা সহকারে প্রস্তুতি: যেহেতু যিহোবাই ছাত্রের হৃদয়ে সত্যের বীজ বৃদ্ধি পেতে দেন, তাই এটা উপযুক্ত যে আমরা ছাত্রের ও তার নির্দিষ্ট চাহিদাগুলোর জন্য সুনির্দিষ্টভাবে প্রার্থনা করার দ্বারা অধ্যয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করি। (১ করি. ৩:৬; যাকোব ১:৫) এ ছাড়া, এই ধরনের প্রার্থনা হয়তো আমাদেরকে এটাও নির্ণয় করার ব্যাপারে সহায়তা করতে পারে যে, কীভাবে আমরা যিহোবার ইচ্ছা সম্বন্ধীয় “তত্ত্বজ্ঞানে” বা সঠিক জ্ঞানে তার হৃদয় পূর্ণ করতে আরও সাহায্য করতে পারি।—কল. ১:৯, ১০.
৩. ছাত্রের কথা মাথায় রেখে আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি?
৩ ছাত্র সম্বন্ধে বিবেচনা করুন: যিশু জানতেন যে, কার্যকারী শিক্ষা দেওয়ার সঙ্গে শ্রোতাদের বিষয় বিবেচনা করা জড়িত। অন্ততপক্ষে দু-বার, যিশুকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল: “কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব?” প্রত্যেক বার উত্তর দেওয়ার সময়, তিনি ভিন্ন উপায় ব্যবহার করেছিলেন। (লূক ১০:২৫-২৮; ১৮:১৮-২০) প্রস্তুতি নেওয়ার সময় আমাদের ছাত্রের কথা মাথায় রাখা উচিত। আমরা তার সামনে উল্লেখিত কোন শাস্ত্রপদগুলো পড়ব? আমরা কতটা বিষয়বস্তু শেষ করার চেষ্টা করব? পাঠের কোন বিষয়গুলো হয়তো ছাত্রের পক্ষে বোঝা কিংবা মেনে নেওয়া কঠিন হতে পারে? যে-প্রশ্নগুলো উত্থাপিত হতে পারে, সেগুলো সম্বন্ধে আমরা যদি আগে থেকে চিন্তা করতে পারি, তাহলে আমরা কার্যকারীভাবে উত্তর দেওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারব।
৪. উত্তম প্রস্তুতি নেওয়ার সঙ্গে কী জড়িত?
৪ বিষয়বস্তু পুনরালোচনা করুন: অতীতে বিষয়বস্তুটা আমরা যত বারই পড়ে থাকি না কেন, ছাত্রের সঙ্গে আমরা এই প্রথম বার সেটা অধ্যয়ন করব। আমরা যদি তার হৃদয়ে পৌঁছাতে চাই, তাহলে প্রত্যেক বার অধ্যয়নের জন্য উত্তম প্রস্তুতি নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। এর অর্থ সেই বিষয়টা করা, যা আমরা আমাদের ছাত্রকে করতে উৎসাহিত করি। ছাত্রের কথা মাথায় রেখে, উল্লেখিত শাস্ত্রপদগুলোসহ বিষয়বস্তুটা পুনরালোচনা করুন আর চাইলে মূল বিষয়গুলোর নীচে দাগ দিন।—রোমীয় ২:২১, ২২.
৫. কীভাবে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি?
৫ প্রত্যেক বাইবেল ছাত্রের উন্নতির ব্যাপারে যিহোবা গভীরভাবে আগ্রহী। (২ পিতর ৩:৯) প্রতিটা বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুতি নিতে সময় করে নেওয়ার দ্বারা আমরা একইরকম প্রেমময় চিন্তা প্রদর্শন করে থাকি।