পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“অনেকে মনে করে যে, সমস্ত ভালো লোকই স্বর্গে যাবে। আপনিও কি তা-ই বিশ্বাস করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী, তা কি আপনি জানতে চান? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে গীতসংহিতা ৩৭:১১, ২৯ পদ পড়ুন।] এই প্রবন্ধ পৃথিবীতে মানবজাতির ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করে।” ২৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।