পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
যিশুকে যারা সম্মান করে তাদের কাছে এই পত্রিকাটি অর্পণ করুন। “কিছু কিছু লেখা দাবি করে যে, বাইবেল যেমন বলে যিশু সেইমতো মারা যাননি বরং তিনি বিয়ে করেছিলেন ও সন্তানের বাবা হয়েছিলেন। আপনি কি তা শুনেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] সত্যটা জানা অপরিহার্য। [যোহন ১৭:৩ পদ পড়ুন।] এই প্রবন্ধটি যিশু সম্বন্ধে বাইবেল যা বলে, তাতে নির্ভর করার কারণগুলো প্রদান করে।” ২৬ পৃষ্ঠায় শুরু হওয়া প্রবন্ধটি তুলে ধরুন।