পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“বৃদ্ধিরত চাপের ফলে বৈবাহিক সম্পর্ক সহজেই আন্তরিকতাশূন্য হয়ে পড়ে। তাই, তাদের বিবাহবন্ধনকে শক্তিশালী করার জন্য স্বামী ও স্ত্রীদেরকে কী সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনার কাছে একটি প্রাচীন বই থেকে একটা নীতি পড়তে পারি, যেটা সুখ নিয়ে আসার ক্ষেত্রে অবদান রাখতে পারে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ইফিষীয় ৫:৩৩ পদ পড়ুন।] এই প্রবন্ধটি বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করে, যেগুলো দম্পতিদের তাদের বিবাহের প্রতিশ্রুতি বজায় রাখতে সাহায্য করতে পারে।” ১২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“অনেক লোক মৃতদের ভয় পেয়ে থাকে। এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমাদের জীবনদাতা মৃতদের অবস্থা সম্বন্ধে কী বলেন, আমি কি তা আপনাকে দেখাতে পারি? [যদি ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং গৃহকর্তা আগ্রহী হন, তাহলে আদিপুস্তক ৩:১৯ পদ পড়ুন।] যেকারণে আমাদের মৃতদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, সেই বিষয়ে এই প্রবন্ধটি আরও যুক্তি নিয়ে আলোচনা করে।” ১২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি খুলুন।