পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
যিশুকে যারা সম্মান করে তাদের কাছে এই পত্রিকাটি অর্পন করুন। “সমস্ত খ্রিস্টানই বিশ্বাস করে যে, খ্রিস্ট তাঁর শিষ্যদের ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, সেই রাজ্য কী সম্পাদন করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন, তারপর প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।] সেই রাজ্য সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে এই প্রবন্ধটি আমাদেরকে সাহায্য করে।” ৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি দেখান।