পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“অনেকে মনে করে যে, টাকাপয়সাই হল সুখের উৎস। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনার কাছে বাইবেল থেকে অনেক বছর আগে লেখা একটা উক্তি পড়তে পারি, যেটা এই ক্ষেত্রে খুবই সত্য? [গৃহকর্তা যদি ইচ্ছুক হন, তাহলে ১ তীমথিয় ৬:৯, ১০ পদ পড়ুন।] এই প্রবন্ধটি ব্যাখ্যা করে যে, কেন ধনসম্পদ সুখের প্রতিশ্রুতি দেয় না এবং কেন এটা স্বয়ং ঈশ্বরের অনুমোদনের প্রকাশ নয়।”
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
এই পত্রিকাটি খ্রিস্টান গৃহকর্তাদের এবং যে-ব্যক্তিদের বাইবেলের প্রতি সম্মান রয়েছে, তাদের কাছে অর্পণ করুন। “পৃথিবীতে জীবিত ছিলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এমন কোনো ব্যক্তির নাম জিজ্ঞেস করা হলে, অনেকে যিশুর নাম বলে থাকে। আপনিও কি তাঁকেই বেছে নেবেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] লক্ষ করুন যে, তাঁর সম্বন্ধে সত্য জানার জন্য কেন আমাদের পরস্পরবিরোধী মন্তব্যগুলোকে পরীক্ষা করে দেখার চেষ্টা করা উচিত। [যোহন ১৭:৩ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই বিশেষ সংখ্যাটি দেখায় যে, যিশু এবং তাঁর শিক্ষাগুলো সম্বন্ধে বাইবেল আসলে কী বলে।”