পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানুযারি থেকে মার্চ
“আজকে অনেক লোকই খারাপ কাজগুলো করে থাকে। আপনি কি মনে করেন যে, আমরা কখনো উৎপীড়ন ও অবিচার থেকে মুক্তি পাব? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে দেখাতে পারি যে, যারা অন্যায়ভাবে অত্যাচারের শিকার হয়, তাদের পক্ষে হস্তক্ষেপ করার ও তাদের সাহায্য করার ব্যাপারে ঈশ্বর কী প্রতিজ্ঞা করেছেন? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে গীতসংহিতা ৭২:১২, ১৪ পদ পড়ুন।] কী কারণে লোকেরা খারাপ কাজগুলো করে থাকে আর কীভাবে এইসমস্ত বিষয় শেষ হবে, তা এই পত্রিকাটি ব্যাখ্যা করে।”
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“অনেকে ভেবে থাকে যে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের ব্যক্তিগত উদ্বিগ্নতা ও দুঃখকষ্টের ব্যাপারে আদৌ চিন্তা করেন কি না। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে দেখাতে পারি যে, এই বিষয়ে পবিত্র শাস্ত্র কী আশ্বাস প্রদান করে? [গৃহকর্তা যদি একমত হন, তাহলে গীতসংহিতা ৩৪:১৮ পদ পড়ুন।] ১৯ পৃষ্ঠায় দেওয়া এই প্রবন্ধটি আলোচনা করে যে, কীভাবে ঈশ্বর নেতিবাচক অনুভূতিগুলো যেমন, অযোগ্যতার অনুভূতি, প্রচণ্ড দুঃখের অনুভূতি ও অতিরিক্ত অপরাধবোধের সঙ্গে লড়াই করার ব্যাপারে আমাদের সাহায্য করেন।”