পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“কেউ কেউ বলে যে, আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন, তাহলে তিনি আপনাকে ধনসম্পদ দিয়ে আশীর্বাদ করবেন কিন্তু দরিদ্রতা হল ঈশ্বরের অননুমোদনের প্রকাশ। এই সম্বন্ধে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে পড়ে শোনাতে পারি যে, কেন ঈশ্বর ধনসম্পদের প্রতি ভালোবাসাকে নিন্দা করেন, যেটা আমাদের মনে রাখা উচিত? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে ১ তীমথিয় ৬:৯, ১০ পদ পড়ুন।] ঈশ্বরের দাসেরা কোন ধরনের আশীর্বাদগুলো আশা করতে পারে, এই পত্রিকা তা আলোচনা করে।”