ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
সেপ্টেম্বর ২০০৯
এই মাসে আমরা ২,৮৩৪ জন নিয়মিত অগ্রগামীর এক নতুন শীর্ষ সংখ্যায় পৌঁছেছি। তারা ৪১,৫৫৮টি পত্রিকা অর্পণ করার ও আগ্রহী ব্যক্তিদের সঙ্গে মোট ১৩,৬৬৯টি গৃহ বাইবেল অধ্যয়ন করার আনন্দ লাভ করেছিল। নিয়মিত অগ্রগামীর পরিচর্যা যিহোবার প্রশংসা করার জন্য প্রচুর ফল উৎপন্ন করার সুযোগ প্রদান করে।