ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য। মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত, সেই ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও তা গ্রহণ করেনি।
▪ “জেগে থাকুন!” জেলা সম্মেলনগুলো ভারতে ১৪টা ভাষায় অনুষ্ঠিত হয়েছিল। লক্ষণীয় বিষয়টা হল, যারা জনসাধারণ্যে তাদের উৎসর্গীকরণকে ঘোষণা করেছিল তাদের সংখ্যা: ৯৬৪. এই ২৭টা সম্মেলনে মোট উপস্থিতি ছিল ৪৮,৬৬৯, যা গত বছরের চেয়ে ৯ শতাংশ বৃদ্ধি।
▪ নতুন যে-প্রকাশনাটি পাওয়া যাচ্ছে:
“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” —কান্নাড়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, হিন্দি
▪ নতুন যে-ডিভিডিটি পাওয়া যাচ্ছে:
“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” —আমেরিকান সাংকেতিক ভাষা
▪ যে-প্রকাশনাটি আবার পাওয়া যাচ্ছে:
শাস্ত্র থেকে যুক্তি করা —তামিল