১ মার্চ সপ্তাহের তালিকা
১ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৯ (২২২)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৩৫ (উপশিরোনাম) - ৩৮
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: রূতের বিবরণ ১-৪
নং. ১: রূতের বিবরণ ৩:১-১৩
নং. ২: দয়াশীল বা করুণাময় হওয়া যেভাবে আমাদেরকে উপকৃত করে (মথি ৫:৭)
নং. ৩: মৃত্যুতে প্রকৃতপক্ষে কী ঘটে থাকে? (bh পৃষ্ঠা ৫৭ অনু. ১-পৃষ্ঠা ৫৮ অনু. ৬)
❑ পরিচর্যা সভা:
গান ২৮ (২২৪)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: বাইবেল অধ্যয়ন শুরু করা। উৎসাহজনক বিভিন্ন অভিজ্ঞতা বলুন এবং স্থানীয় এলাকায় কোন উপস্থাপনাগুলো কার্যকারী বলে প্রমাণিত হয়েছে, তা জিজ্ঞেস করে একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন। কীভাবে তিনি নির্ণয় করেছিলেন যে, গৃহকর্তা আগ্রহী ছিলেন? কীভাবে তিনি বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিয়েছিলেন? পুনর্সাক্ষাৎ করার সময় কীভাবে তিনি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন, সেটার নমুনা দেখাতে বলুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের পরিচর্যায় নিশ্চিত হওয়ার গুরুত্ব। ২০০০ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১-৫ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা।
গান ৯ (৩৭)