নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“আমরা সকলেই সন্তুষ্ট থাকতে চাই। আপনার কি মনে হয় যে, সন্তুষ্ট থাকার জন্য আমাদের অর্থের প্রয়োজন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অল্পতে সন্তুষ্ট থাকার বিষয়ে ঈশ্বরের একজন উপাসক যা বলেছিলেন, তা কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ফিলিপীয় ৪:১১, ১২ পদ পড়ুন।] এই পত্রিকা সন্তুষ্ট থাকার পাঁচটা রহস্যের বিষয়ে উল্লেখ করে।”