নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জুলাই মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“এই কঠিন সময়ে, আমরা সকলে এমন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হই, যেগুলো পরিবারগুলোকে চাপের মুখে ফেলে। আমাদের পারিবারিক জীবনকে সুখী করার জন্য কোথায় আমরা নির্ভরযোগ্য নির্দেশনা খুঁজে পেতে পারি বলে আপনি মনে করেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। গৃহকর্তা যদি আরও আলোচনা করার জন্য আগ্রহী হন, তাহলে তাকে জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার একটি কপি দিন এবং ১৪ ও ১৫ পৃষ্ঠার উপশিরোনামের নীচে দেওয়া কোনো বিষয়বস্তু এবং অন্ততপক্ষে একটি শাস্ত্রপদ একসঙ্গে আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং অন্য একটি প্রশ্ন আলোচনা করার জন্য ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“সাম্প্রতিক বছরগুলোতে আরমাগিদোন বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি কী মনে করেন, আসন্ন আরমাগিদোনকে প্রতিরোধ করার জন্য মানবজাতি কি কিছু করতে পারবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে দেখাতে পারি যে, কোথা থেকে ‘আরমাগিদোন’ শব্দটি এসেছে? [গৃহকর্তা যদি রাজি হন, তাহলে প্রকাশিত বাক্য ১৬:১৬ পদ পড়ুন। এরপর পত্রিকার প্রচ্ছদ দেখান।] এই পত্রিকা বাইবেল থেকে সেই প্রশ্নের উত্তর দেয়।”