নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জুলাই মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আমরা সকলের সঙ্গে সাক্ষাৎ করছি এবং সংক্ষেপে এই আগ্রহজনক প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। [জুলাই থেকে সেপ্টেম্বর সংখ্যার প্রহরীদুর্গ পত্রিকার পিছনের পৃষ্ঠার প্রথম প্রশ্নটা দেখান।] এই বিষয়ে আপনি কী মনে করেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। “এই বিষয়ে আমি কি আপনাকে শাস্ত্র থেকে কিছু জানাতে পারি?” গৃহকর্তা যদি রাজি হন, তাহলে দু-জনে প্রশ্নের নীচে দেওয়া বিষয়বস্তু এবং অন্ততপক্ষে একটা উল্লেখিত শাস্ত্রপদ আলোচনা করুন। পত্রিকাটা অর্পণ করুন এবং পরবর্তী প্রশ্নটা আলোচনার ব্যবস্থা করে আসুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“ধূমপানের ফলে প্রতি বছর প্রায় ৬০,০০,০০০ লোক মারা যায়। এই মহামারীকে থামানোর জন্য কী করা যেতে পারে বলে আপনার মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে ঈশ্বর কী মনে করেন, তা বিবেচনা করা অনেককে ধূমপান ছাড়তে অথবা একেবারেই না করতে সাহায্য করেছে। আমি কি আপনাকে ঈশ্বরের সেই উপদেশটা দেখাতে পারি, যেটা অনেককে চিন্তা করতে পরিচালিত করেছে যে, ধূমপান করা কীভাবে অন্যদের ক্ষতি করে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ১ করিন্থীয় ১০:২৪ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, ধূমপানের বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি বিবেচনা করা কীভাবে একজন ব্যক্তিকে তা ছাড়তে পরিচালিত করতে পারে।”