নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জুলাই মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“লোকেরা বাইবেলকে একটি পবিত্র বই হিসেবে সম্মান করে। বাইবেলের গ্রন্থকার কে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে দেখাতে পারি যে, বাইবেল এর গ্রন্থকার সম্বন্ধে এবং কেন এটি লেখা হয়েছিল, সেই সম্বন্ধে কী বলে?” গৃহকর্তা যদি সাড়া দেন, তাহলে ২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন। এরপর গৃহকর্তাকে প্রহরীদুর্গ পত্রিকার জুলাই থেকে সেপ্টেম্বর সংখ্যার একটি কপি দিন এবং ১৫ পৃষ্ঠায় চতুর্থ উপশিরোনামের নীচে যে-বিষয়বস্তু রয়েছে, তা একসঙ্গে পড়ুন ও আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং ফিরে যাওয়ার এবং পরের প্রশ্নের উত্তরটি বিবেচনা করার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“বর্তমানে, বিবাহবিচ্ছেদ খুবই সাধারণ বিষয় হয়ে উঠছে। এর প্রধান কারণ কী বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা পরামর্শ সম্বন্ধে দেখাতে পারি, যেটাকে অনেক দম্পতি সাহায্যকারী বলে মনে করেছে? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে ১ করিন্থীয় ১০:২৪ পদ পড়ুন।] এই পত্রিকা ছয়টা অভিযোগ সম্বন্ধে বিবেচনা করে, যেগুলো স্বামী ও স্ত্রীরা প্রায়ই করে থাকে এবং দেখায় যে, কীভাবে শাস্ত্রীয় নীতিগুলো প্রয়োগ করা সাহায্য করতে পারে।”