নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জুলাই মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আমরা যাদের সঙ্গে কথা বলি, তাদের মধ্যে প্রায় সকলেই বিশ্বে শান্তি দেখতে চায়। কিন্তু, তার পরও আমরা বিভিন্ন যুদ্ধ দেখতে পাই। আপনি কী মনে করেন, কেন বিশ্বশান্তি এত দুর্লভ?” উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর জিজ্ঞেস করুন যে, তাকে শাস্ত্র থেকে এই বিষয়ে কোনো তথ্য দেখাতে পারেন কি না। যদি গৃহকর্তা আগ্রহী হন, তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৫ পৃষ্ঠায় প্রথম প্রশ্নের নীচে দেওয়া বিষয়বস্তু এবং অন্ততপক্ষে একটা উল্লেখিত শাস্ত্রপদ একসঙ্গে আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং পরবর্তী প্রশ্ন আলোচনা করার জন্য পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
মনে রাখবেন: এই উপস্থাপনা ৬ জুলাই ক্ষেত্রের পরিচর্যা সভায় তুলে ধরতে হবে।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“অনেক লোক মনে করে যে, ঈশ্বর নিশ্চয়ই নিষ্ঠুর কারণ তিনি প্রাকৃতিক দুর্যোগ ঘটাচ্ছেন অথবা অন্ততপক্ষে ঘটতে দিচ্ছেন। এই বিষয়ে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যেখানে ঈশ্বর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ১ যোহন ৪:৮ পদ পড়ুন।] অনেকে এই কথার সঙ্গে একমত হয়, আবার অন্যেরা হয় না। এই পত্রিকা, কেন আমাদের ঈশ্বরকে নিষ্ঠুর বলে ভুলভাবে বিচার করা উচিত নয়, সেটার কিছু যুক্তিসংগত কারণ তুলে ধরে।”
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
“আমরা যাদের সঙ্গে কথা বলি তাদের অনেকেই চিন্তা করে, কেন একজন প্রেমময় ঈশ্বর জগতে এত দুঃখকষ্ট ঘটতে দিচ্ছেন। আপনার কী মনে হয়, পৃথিবীর এই দুঃখকষ্ট কি শুরু থেকেই ঈশ্বরের উদ্দেশ্যের মধ্যে ছিল?” উত্তর দেওয়ার সুযোগ দিন। আপনি তাকে শাস্ত্র থেকে কিছু তথ্য দেখাতে পারেন কি না, সেই বিষয়ে জিজ্ঞেস করুন। তিনি যদি রাজি হন, তাহলে পাঠ ৫ খুলুন এবং প্রথম দুটো অনুচ্ছেদ ও বাঁকা অক্ষরে উল্লেখিত শাস্ত্রপদ পড়ুন এবং আলোচনা করুন। ব্রোশারটি অর্পণ করুন এবং মোটা অক্ষরে ছাপানো পরের প্রশ্নটা আলোচনা করার জন্য পরবর্তী সময়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।