নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
মে মাসের প্রথম শনিবার বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আপনার কি ধর্মের প্রতি আগ্রহ রয়েছে আর আপনি কি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ভালোবাসেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন এবং একমাত্র তখনই আলোচনা চালিয়ে যান, যদি আপনি বুঝতে পারেন যে, সেই ব্যক্তি সাড়া দেবেন। “আপনি কি জানতে চান যে, কীভাবে প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করতে পারে?” উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর তার হাতে এপ্রিল থেকে জুন মাসের প্রহরীদুর্গ পত্রিকার একটি কপি দিন এবং ১৮ পৃষ্ঠার প্রথম উপশিরোনামের অধীনে দেওয়া বিষয়বস্তু এবং অন্ততপক্ষে একটা উল্লেখিত শাস্ত্রপদ একসঙ্গে আলোচনা করুন। পত্রিকা অর্পণ করুন এবং পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করার জন্য ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“ইদানীং কেন এত এত প্রাকৃতিক দুর্যোগ ঘটছে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আগ্রহজনক বিষয় হল, বাইবেল এমন একটা সময় সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছে, যখন অনেক প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। আমি কি সেই শাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী আপনাকে পড়ে শোনাতে পারি? [যদি গৃহকর্তা রাজি হন, তাহলে মথি ২৪:৭, ৮ পদ পড়ুন।] এই পত্রিকা এই তিনটে প্রশ্নের উত্তর দেয়: বর্তমানে কেন আমরা এত বেশি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছি? সেগুলো কি ঈশ্বরের কাছ থেকে কোনো শাস্তি? ঈশ্বর যে শীঘ্র সমস্ত প্রাকৃতিক দুর্যোগ শেষ করবেন, তা বিশ্বাস করার কোন কারণগুলো রয়েছে?”