নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
আগস্ট মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“অধিকাংশ লোকই একজন সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস করে। আপনি কি মনে করেন যে, তাঁর একটা নাম আছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে শাস্ত্রপদ যা প্রকাশ করে, আমি কি আপনাকে তা দেখাতে পারি? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে যাত্রাপুস্তক ৩:১৫ পদ পড়ুন।]” ২২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধ থেকে তৃতীয় উপশিরোনামটি পড়ুন ও আলোচনা করুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“আজকে যখন অনেক বিয়ে ভেঙে যাচ্ছে, তখন কী আমাদেরকে বিবাহিত জীবনকে সফল করতে সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বিয়ে সম্বন্ধে শাস্ত্রে দেওয়া একটা নীতি কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে মথি ১৯:৪-৬ পদ পড়ুন।] এই পত্রিকা শাস্ত্রীয় সেই নীতিগুলোকে পরীক্ষা করে, যেগুলো দম্পতিদেরকে সফলভাবে তাদের বিবাহিত জীবনের প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হতে সাহায্য করবে।”