নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
আগস্ট মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আপনি কী মনে করেন, যে-লোকেরা ঈশ্বরের বাধ্য থাকার চেষ্টা করে, তারা কি অন্যদের চেয়ে আরও বেশি সুখী? [উত্তর দেওয়ার সুযোগ দিন। আপনি যদি মনে করেন গৃহকর্তা শুনতে ইচ্ছুক, তাহলে আলোচনা চালিয়ে যান।] এই প্রবন্ধে কিছু আগ্রহজনক বিষয় তুলে ধরা হয়েছে।” গৃহকর্তাকে জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার একটি কপি দিন এবং ১৬ ও ১৭ পৃষ্ঠার উপশিরোনামের নীচে দেওয়া কোনো বিষয়বস্তু একসঙ্গে আলোচনা করুন। অন্ততপক্ষে একটি শাস্ত্রপদ পড়ুন। পত্রিকাটি অর্পণ করুন এবং অন্য একটি প্রশ্ন আলোচনা করার জন্য ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“আমরা ইতিহাসের মহান নারী-পুরুষদের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করতে পারি। আপনি কি এই ব্যাপারে একমত? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটি শাস্ত্রপদ দেখাতে পারি, যেটি এমন একজন মহান পুরুষ সম্বন্ধে বলে আর বাইবেলে একমাত্র তাকেই ‘ঈশ্বরের বন্ধু’ বলা হয়েছে? [গৃহকর্তা যদি আগ্রহী হন এবং রাজি থাকেন, তাহলে যাকোব ২:২৩ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে কেন ঈশ্বর তাকে নিজের বন্ধু হিসেবে বিবেচনা করেছিলেন আর সেইসঙ্গে এও আলোচনা করে যে, অব্রাহামের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি।”