নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! জুলাই থেকে সেপ্টেম্বর
“আমরা এক দুর্দশামূলক সমস্যা—অপরাধ—সম্বন্ধে কথা বলার জন্য আমাদের প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করছি। কেউ কেউ মনে করে অপরাধ নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি হল আরও পুলিশ মোতায়েন করা। এই বিষয়ে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে অপরাধ দূর করার বিষয়ে ঈশ্বরের নিজ প্রতিজ্ঞা সম্বন্ধে জানাতে পারি? [গৃহকর্তা যদি রাজি হন, তাহলে গীতসংহিতা ৩৭:১০, ১১ পদ পড়ুন।] এই পত্রিকাটি এই নিশ্চয়তার বিষয়টা নিয়ে আলোচনা করে এবং নিজেদেরকে অপরাধ থেকে রক্ষা করার জন্য আমরা যে-ব্যবহারিক পদক্ষেপগুলো নিতে পারি, সেগুলোর বিষয়ে জানায়।”