নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
এপ্রিল মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আমরা প্রত্যেকেই সুখী এবং অর্থপূর্ণ এক জীবন চাই। আপনি কি একমত যে, ঈশ্বরকে সঠিকভাবে উপাসনা করা সুখের দিকে পরিচালিত করে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গৃহকর্তার অনুমতি নিন, তিনি যদি সম্মত হন, তাহলে মথি ৫:৩ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, তাঁর কাছে করা আমাদের উপাসনার বিষয়ে তিনি কেমন বোধ করেন।” গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে তাকে এপ্রিল থেকে জুন মাসের প্রহরীদুর্গ পত্রিকার একটা কপি হাতে দিন এবং একসঙ্গে ১৬ পৃষ্ঠায় দেওয়া প্রথম উপশিরোনামের অধীনে বিষয়বস্তুটি পড়ুন আর অন্ততপক্ষে উল্লেখিত একটা শাস্ত্রপদ নিয়ে আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং পরবর্তী প্রশ্নটা আলোচনা করার উদ্দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে আসুন।
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“যৌনতার বিষয়ে জনপ্রিয় দৃষ্টিভঙ্গি ক্রমাগতভাবে পরিবর্তিত হচ্ছে। কিন্তু, বাইবেলের নৈতিক মানগুলো কখনো পরিবর্তিত হয় না। কিছু লোক মনে করে যে, বাইবেলের নৈতিক মানগুলো সেকেলে এবং অতিরিক্ত কড়া? আপনি কি জানতে চান যে, কীভাবে বাইবেলের এই মানগুলো আমাদেরকে উপকৃত করে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেলের মানগুলোর উৎস সম্বন্ধে শাস্ত্র যা বলে, সেটা কি আমি আপনাকে দেখাতে পারি? [এরপর গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন। আর ২০ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটা দেখান।] এই প্রবন্ধটা দেখায় যে, বাইবেল যৌনতা সম্বন্ধীয় দশটা সাধারণ প্রশ্নের উত্তর কীভাবে দেয়। এ ছাড়া, এটা ব্যাখ্যা করে যে, বাইবেলের মানগুলো কীভাবে আমাদের উপকৃত করে।”