নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
এপ্রিল মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“অনেকে মনে করে, জগতে যে-মন্দ বিষয়গুলো ঘটছে, সেগুলোর পিছনে দিয়াবল রয়েছে। কিন্তু তারা চিন্তা করে: ‘দিয়াবল কোথা থেকে এসেছে? ঈশ্বর কি তাকে সৃষ্টি করেছেন?’ আপনার কী মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে এই বিষয়ে কিছু জানাতে পারি?” গৃহকর্তা যদি রাজি হন, তাহলে এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকার পিছনের পৃষ্ঠার প্রবন্ধটি তাকে দেখান আর প্রথম অনুচ্ছেদ ও উল্লেখিত শাস্ত্রপদটি আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং পরের প্রশ্নটি আলোচনা করার জন্য পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
“পরিবারে কোনো সন্তান যদি শারীরিক অথবা মানসিকভাবে প্রতিবন্ধী হয়, তাহলে বাবা-মায়ের জন্য তা সত্যিই এক প্রতিদ্বন্দ্বিতা স্বরূপ হয়ে ওঠে। পরিবারগুলো কীভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে এমন একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যেটা ভবিষ্যতের জন্য সত্যিকারের এক প্রতিজ্ঞা সম্বন্ধে জানায়? [গৃহকর্তা যদি রাজি হন, তাহলে প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন। ১০ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি দেখান।] যদিও শাস্ত্র ভবিষ্যতের জন্য এক নিশ্চিত আশা প্রদান করে কিন্তু এই প্রবন্ধ কিছু ব্যবহারিক পরামর্শ প্রদান করে, যেগুলো বাবা-মাদেরকে এখনকার পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে।”