নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জানুয়ারি মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আপনার কি মনে হয়, আমাদের সৃষ্টিকর্তার এক ব্যক্তিগত নাম রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে এই বিষয়ে কিছু আগ্রহজনক তথ্য দেখাতে পারি? গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে তাকে জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকাটি হাতে দিন, এরপর পত্রিকার পিছনের পৃষ্ঠা দেখিয়ে প্রথম উপশিরোনামের বিষয়বস্তু এবং কমপক্ষে একটি শাস্ত্রপদ একসঙ্গে আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করে পরবর্তী প্রশ্ন আলোচনা করার উদ্দেশ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“অনেক লোক এই জগতের শেষ নিয়ে আলোচনা করে থাকে। আপনি কি মনে করেন, এই জগতের শেষ নিয়ে আমাদের ভয় পাওয়া উচিত? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] শাস্ত্র কী বলে, আমি কি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি রাজি থাকেন, তাহলে ১ যোহন ২:১৭ পদ পড়ুন।] এই পত্রিকা জগতের শেষ নিয়ে চারটে সাধারণ প্রশ্নের উত্তর দেয়।”