নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
জানুয়ারি মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“অনেকে আশা করে যে, পৃথিবীর অবস্থা আরও ভালো হবে। কীভাবে তা হবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে বাইবেল থেকে একটি শাস্ত্রপদ পড়ে দেখাতে পারি যেটি এই প্রশ্নের উত্তর দেয়?” গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে দানিয়েল ২:৪৪ পদ পড়ুন। এরপর গৃহকর্তাকে প্রহরীদুর্গ পত্রিকার জানুয়ারি থেকে মার্চ সংখ্যাটি দিন এবং ১২ পৃষ্ঠায় প্রথম শিরোনামটির অধীনে দেওয়া বিষয়বস্তুটি পড়ুন ও একসঙ্গে আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং ফিরে যাওয়ার ও পরের প্রশ্নের উত্তরটি বিবেচনা করার ব্যবস্থা করুন।
জানুয়ারি থেকে মার্চ
“আমাদের মধ্যে অনেকেই তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য সংগ্রাম করে থাকে এবং কিছু লোকের এমনকী তাদের জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো পর্যন্ত নেই। আপনি কি মনে করেন যে, আমরা কখনো এমন একটা সময় দেখতে পাব যখন কেউ দরিদ্র থাকবে না? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে গীতসংহিতা ৯:১৮ পদ পড়ুন।] এই পত্রিকা দরিদ্রতার কারণ এবং এই সমস্যার প্রকৃত সমাধান সম্বন্ধে শাস্ত্র কী বলে তা জানায়।”