নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“অনেকেই এই বিষয়ে একমত যে, প্রয়োজনের সময়ে তারা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তখন তিনি তা শোনেন। কিন্তু অন্যেরা চিন্তা করে, ‘ঈশ্বর যদি থেকেই থাকেন, তাহলে কেন জগতে এত সমস্যা রয়েছে?’ ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যেটা এই বিষয়টা নিশ্চিত করে যে, কেউ একজন আছেন, যিনি প্রার্থনাগুলো শোনেন? [গৃহকর্তা যদি সম্মত হন, তাহলে গীতসংহিতা ৬৫:২ পদ পড়ুন।] অনেকেই এটার সঙ্গে একমত হবে। এই পত্রিকাটি এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করে: ‘কেন প্রার্থনা-শ্রবণকারী দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?’”