১০ মে সপ্তাহের তালিকা
১০ মে থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ শমূয়েল ৪-৮
নং. ১: ২ শমূয়েল ৬:১-১৩
নং. ২: কারা পুনরুত্থিত হবে? (bh পৃষ্ঠা ৭১ অনু. ১৬-পৃষ্ঠা ৭৩ অনু. ২০)
নং. ৩: যে-কারণে লোভ প্রতিমাপূজার সমান (ইফি. ৫:৫)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: এলাকায় থাকা ব্যক্তিদেরকে বাস্তবসম্মত সহযোগিতা প্রদান করুন। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। সংক্ষেপে এমন একজনের সাক্ষাৎকার নিন যিনি, অন্যেরা তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছিল বলে অগ্রগতি করতে সাহায্য প্রাপ্ত হয়েছিলেন।
২০ মিনিট: “আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!” প্রশ্নোত্তর আলোচনা।