ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১০ পৃষ্ঠা ১-৩
  • “আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!”
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এখনই প্রচার করার সময়!
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামীর কাজ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১০ পৃষ্ঠা ১-৩

“আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!”

১. একজন বোন তার অগ্রগামী পরিচর্যা সম্বন্ধে কেমন বোধ করেছিলেন?

১ “অগ্রগামীর কাজ করা আমাকে যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা বজায় রাখতে সাহায্য করে। আমি এটাকে যিহোবা ও তাঁর পুত্র আমাদের জন্য যা করেছে, সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এক মূল্যবান সুযোগ বলে মনে করি। এটা আমাকে জীবনে আনন্দ ও পরিতৃপ্তি খুঁজে পেতে সাহায্য করে।” মেরি এমনটাই বলেছিলেন। একজন নিঃস্বার্থ অগ্রগামী পরিচারক হিসেবে, তিনি ভারতের বিভিন্ন স্থানে সাক্ষ্যদান করার কাজে ৪২ বছর ব্যয় করেছেন। পূর্ণসময়ের পরিচর্যায় যারা রয়েছে তাদের পুরস্কারজনক জীবনের কথা চিন্তা করে কেউ হয়তো আপনাকে বলেছেন: “আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!”

২. ব্যাখ্যা করুন যে, কী কারণে আধ্যাত্মিক কাজকর্মের দ্বারা গভীর পরিতৃপ্তি লাভ করা যায়।

২ এক পরিতৃপ্তিদায়ক জীবনের পথ: আমাদের আদর্শ যিশু তাঁর পিতার ইচ্ছা পালন করে প্রকৃত সতেজতা খুঁজে পেয়েছিলেন। (যোহন ৪:৩৪) তাই, যিশু তাঁর অনুসারীদের আন্তরিকতার সঙ্গে শিক্ষা দিয়েছিলেন যে, যিহোবার উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত কাজকর্মে রত থাকার দ্বারা প্রকৃত পরিতৃপ্তি লাভ করা যায়। আমাদের জীবন যখন যিহোবার অনুমোদন নিয়ে আসে এমন কাজকর্মের দ্বারা পূর্ণ থাকে, তখন আমরা পরিতৃপ্ত থাকি। এ ছাড়া, আমরা যখন অন্যদের সাহায্য করার জন্য আরও বেশি সময়, শক্তি এবং সম্পদ দান করি, তখন আমরা আমাদের সুখকে বৃদ্ধি করি।—প্রেরিত ২০:৩১, ৩৫.

৩. পরিচর্যায় বেশি সময় ব্যয় করার দ্বারা আমরা কোন আনন্দ উপভোগ করতে পারি?

৩ পরিচর্যায় আমরা যত বেশি সময় ব্যয় করি, আমাদের তত বেশি বাইবেল অধ্যয়ন শুরু ও পরিচালনা করার আনন্দ লাভের সুযোগ থাকে। এমনকী যখন অনেক গৃহকর্তাকে উদাসীন বলে মনে হয়, তখনও আমরা পরিচর্যায় অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করার সঙ্গে সঙ্গে, আমাদের এলাকাকে প্রথমে যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি ফলপ্রসূ বলে দেখতে পাই। অগ্রগামীরা প্রায় একবছর অগ্রগামীর কাজ করার পর, অগ্রগামী পরিচর্যা বিদ্যালয়-এ যে-প্রচুর শিক্ষা লাভ করে, সেগুলোকে তারা ব্যবহার করতে পারে। (২ তীম. ২:১৫) আমরা যখন অধ্যবসায়ী হই, তখন আমরা হয়তো খুব ভালোভাবে সত্যের বীজ বপন করব যা পরবর্তী সময়ে ফল উৎপন্ন করবে।—উপ. ১১:৬.

৪. স্কুল শেষ করতে চলেছে এমন অল্পবয়সিদের কী বিবেচনা করা উচিত?

৪ অল্পবয়সিরা: তোমাদের মৌলিক শিক্ষা শেষ করার সময় তোমরা কি তোমাদের ভবিষ্যৎ সম্বন্ধে মনোযোগপূর্বক চিন্তা করেছ? এখন পর্যন্ত, তোমাদের স্কুলের কাজই তোমাদের তালিকাকে অনেকটা নির্ধারণ করে। আগে স্কুলের কাজের জন্য ব্যবহৃত সময়কে তোমরা এখন কীভাবে ব্যবহার করবে? কোনো জাগতিক কেরিয়ার অনুধাবন করতে গিয়ে তোমাদের যৌবনকালের সমস্ত শক্তি ব্যয় করার পরিবর্তে, নিয়মিত অগ্রগামী কাজের লক্ষ্য সম্বন্ধে প্রার্থনাপূর্বক বিবেচনা করো না কেন? তোমরা যে-দক্ষতাগুলো শিখবে—বিভিন্ন পটভূমির লোকেদের কাছে সাক্ষ্যদান করা, ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠা, আত্মশাসন অনুশীলন করা এবং শিক্ষাদানের ক্ষমতাকে বৃদ্ধি করা—সেগুলো তোমাদেরকে সারাজীবন উপকৃত করবে।

৫. কীভাবে বাবা-মারা ও মণ্ডলী অগ্রগামীর কাজকে উৎসাহিত করতে পারে?

৫ বাবা-মারা, আপনারা কি আপনাদের সন্তানদেরকে পূর্ণসময়ের পরিচর্যাকে বেছে নিতে সাহায্য করার ব্যাপারে আপনাদের অংশটুকু করছেন? আপনাদের কথাবার্তা ও ইতিবাচক উদাহরণ তাদেরকে রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখার জন্য সাহায্য করতে অনেক কিছু করতে পারে। (মথি ৬:৩৩) সঞ্জয়, যিনি হাইস্কুল শেষ করার পর অগ্রগামীর কাজ শুরু করেছিলেন, তিনি স্মরণ করেন: “আমার বাবা-মা সবসময় মনে করত যে, অগ্রগামীর কাজের ফলে সবচেয়ে পরিতৃপ্তিদায়ক জীবন লাভ করা যায়।” মণ্ডলীর সকলেই তাদের কথাবার্তা ও সমর্থনের দ্বারা অগ্রগামী পরিচর্যার জন্য উৎসাহ দিতে পারে। স্পেনের হোসে বলেন: “আমার মণ্ডলী অগ্রগামীর কাজকে অল্পবয়সিদের জন্য সর্বোত্তম কেরিয়ার হিসেবে দেখেছিল। অগ্রগামী পরিচর্যা সম্বন্ধে তাদের মন্তব্য ও উপলব্ধি আর সেইসঙ্গে তাদের ব্যবহারিক সাহায্য আমার জন্য অগ্রগামীর কাজ শুরু করা সহজ করেছিল।”

৬. বর্তমানে আমাদের যদি অগ্রগামীর কাজ করার ইচ্ছা না থাকে, তাহলে আমরা হয়তো কী করতে পারি?

৬ প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে ওঠা: কিন্তু কী হবে যদি আপনি বলেন যে, ‘আমার অগ্রগামীর কাজ করার ইচ্ছা নেই।’ প্রথমে আপনি যদি এরকম মনে করেন, তাহলে আপনার অনুভূতি সম্বন্ধে যিহোবার কাছে প্রার্থনা করুন ও তাঁকে বলুন, ‘অগ্রগামীর কাজ আমার জন্য কি না তা আমি জানি না কিন্তু যা তোমাকে খুশি করে, আমি তা-ই করতে চাই।’ (গীত. ৬২:৮; হিতো. ২৩:২৬) এরপর তাঁর বাক্য ও সংগঠনের মাধ্যমে তাঁর নির্দেশনা খোঁজার চেষ্টা করুন। অনেক নিয়মিত অগ্রগামী প্রথমে সহায়ক অগ্রগামী হিসেবে, অগ্রগামীর কাজকে ‘আস্বাদন করিয়াছিল’ এবং এর ফলে তারা যে-আনন্দ লাভ করেছিল, তা তাদেরকে পূর্ণসময়ের পরিচর্যার এক কেরিয়ার অনুধাবন করতে পরিচালিত করেছিল।—গীত. ৩৪:৮.

৭. কীভাবে আমরা মাসে ৭০ ঘন্টা দেওয়ার চাহিদা পূরণ করার ব্যাপারে সন্দেহগুলোকে কাটিয়ে উঠতে পারি?

৭ আপনি যদি মাসে ৭০ ঘন্টা দেওয়ার চাহিদা পূরণ করার ব্যাপারে নিশ্চিত না থাকেন, তাহলে কী? আপনার মতো একই পরিস্থিতির মধ্যে রয়েছে এমন অগ্রগামীদের সঙ্গে কথা বলুন না কেন? (হিতো. ১৫:২২) এরপর বেশ কয়েকটা সম্ভাব্য তালিকা লিখে রাখুন। আপনি হয়তো দেখতে পাবেন যে, অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে পরিচর্যার জন্য সুযোগ বা সময় কিনে নেওয়া, প্রথমে আপনি যতটা চিন্তা করেছিলেন, তার চেয়ে আরও সহজ।—ইফি. ৫:১৫, ১৬.

৮. কেন আমাদের মাঝে মাঝে আমাদের পরিস্থিতিগুলোকে পুনর্বিবেচনা করা উচিত?

৮ আপনার পরিস্থিতিগুলোকে আবারও পরীক্ষা করে দেখুন: ব্যক্তিগত পরিস্থিতিগুলো প্রায়ই পরিবর্তিত হয়। মাঝে মাঝে আপনার পরিস্থিতিকে পুনর্বিবেচনা করে দেখা উত্তম। উদাহরণস্বরূপ, আপনি কি চাকরি থেকে অবসর নিতে চলেছেন? কৃষ্ণন, যিনি অগ্রগামীর কাজ করার জন্য তার চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি বলেন: “এই সিদ্ধান্ত আমাকে আমার স্ত্রীর সঙ্গে নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করতে সমর্থ করেছে এবং তা আমাদেরকে যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করার সুযোগ দিয়েছে। আমি এমন অন্য কোনো কাজ খুঁজে পাইনি, যা আধ্যাত্মিকভাবে এতটা পুরস্কারজনক ছিল অথবা যা আমাদের জন্য এতটা আনন্দ নিয়ে আসতে পারত।”

৯. বিবাহিত দম্পতিদের কী বিবেচনা করা উচিত?

৯ মনোযোগপূর্বক পরীক্ষা করার পর কিছু দম্পতি দেখেছে যে, দুজনের পূর্ণসময় কাজ করার প্রয়োজন নেই। এটা ঠিক যে, এর জন্য পরিবারকে হয়তো তাদের জীবনধারাকে সাদাসিধে করতে হতে পারে কিন্তু সেই ত্যাগস্বীকারের মূল্য রয়েছে। জন, যার স্ত্রী পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য সম্প্রতি পূর্ণসময়ের চাকরি ছেড়ে দিয়েছেন, তিনি বলেন: “এটা জানার চেয়ে ভালো আর কোনো অনুভূতি নেই যে, আমার স্ত্রী যিহোবার সেবায় ব্যস্ত রয়েছে।”

১০. কী খ্রিস্টানদেরকে অগ্রগামীর কাজ সম্বন্ধে বিবেচনা করতে অনুপ্রাণিত করে?

১০ প্রেম ও বিশ্বাসের এক প্রকাশ: যিহোবা প্রচার করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখিয়েছেন যা আমরা যে-কেউ করতে পারি। শীঘ্র এই বিধিব্যবস্থা ধ্বংস হবে আর যারা “প্রভুর [“যিহোবার,” NW]” নামে ডাকে, কেবল তারাই পরিত্রাণ পাবে। (রোমীয় ১০:১৩) তাঁর প্রতি প্রেমপূর্ণ এক হৃদয় এবং তিনি আমাদের জন্য যা করেছেন সেটার প্রতি কৃতজ্ঞতা আমাদেরকে, উদ্যোগের সঙ্গে প্রচার করার ব্যাপারে তাঁর পুত্রের কাছ থেকে পাওয়া দায়িত্ব মেনে চলতে পরিচালিত করবে। (মথি ২৮:১৯, ২০; ১ যোহন ৫:৩) এ ছাড়া, আমরা যে বাস্তবিকই শেষকালে বাস করছি এই বিশ্বাস রাখা আমাদেরকে, যখন এখনও সময় রয়েছে, তখন জগৎকে পূর্ণমাত্রায় ভোগ করার পরিবর্তে পরিচর্যায় আমাদের যথাসাধ্য করতে পরিচালিত করবে।—১ করি. ৭:২৯-৩১.

১১. কেউ যদি আমাদের বলে যে, আমরা উত্তম অগ্রগামী হতে পারি, তাহলে সেটাকে আমাদের কীভাবে দেখা উচিত?

১১ নিয়মিত অগ্রগামীর কাজ, এক সাংগঠনিক ব্যবস্থার প্রতি সাড়া দেওয়ার চেয়ে আরও বেশি কিছু; এটা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির এক প্রকাশ। তাই, কেউ যদি আপনাকে বলে যে, আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন, তাহলে সেটাকে এক প্রশংসাজনক মন্তব্য হিসেবে দেখুন। আর যারা পরিতৃপ্তিদায়ক এই পরিচর্যায় রত রয়েছে তাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টা প্রার্থনাপূর্বক বিবেচনা করুন।

[২ পৃষ্ঠার ব্লার্ব]

বাবা-মারা, আপনারা কি আপনাদের সন্তানদেরকে পূর্ণসময়ের পরিচর্যাকে বেছে নিতে সাহায্য করার ব্যাপারে আপনাদের অংশটুকু করছেন?

[৩ পৃষ্ঠার ব্লার্ব]

যিহোবা প্রচার করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখিয়েছেন যা আমরা যে-কেউ করতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার