প্রশ্ন বাক্স
◼ যিহোবার সাক্ষিদের কি বক্তৃতার রেকর্ডিং অথবা রেকর্ডিংয়ের লিখিত বিবরণ বিতরণ করা উচিত?
বাইবেলের বক্তৃতাগুলোর দ্বারা আমরা সুস্থির হই বা শক্তি লাভ করি এবং আশ্বাস পাই বা উৎসাহিত হই। (প্রেরিত ১৫:৩২) তাই, যারা সভায় উপস্থিত ছিল না, তাদেরকে এই ধরনের উৎসাহমূলক তথ্যগুলো জানাতে চাওয়াটা স্বাভাবিক বিষয়। যেহেতু বর্তমানে আমাদের কাছে বিভিন্ন ধরনের রেকর্ডিং উপকরণ রয়েছে, তাই খুব সহজেই একটা বক্তৃতা রেকর্ড করা ও অন্যদের কাছে তা বিতরণ করা সম্ভব। কেউ কেউ বহু বছর আগে দেওয়া বক্তৃতাগুলোসহ অনেক বক্তৃতার রেকর্ডিং সংগ্রহ করে রেখেছে আর ভালো উদ্দেশ্য নিয়েই তারা এই বক্তৃতাগুলোকে বন্ধুবান্ধবদেরকে ব্যবহার করতে দেয় বা তাদের জন্য সেগুলোর কপি তৈরি করে। অন্যেরা ওয়েবসাইট তৈরি করে বক্তৃতাগুলোকে সেখানে রেখেছে যাতে যেকেউ সেগুলো ডাউনলোড করতে পারে।
এটা ঠিক যে, আমরা যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য বা আমাদের পরিবারের সদস্যদের জন্য বক্তৃতাগুলো রেকর্ড করি, তাহলে তাতে কোনো আপত্তি নেই। অধিকন্তু, প্রাচীনরা হয়তো মণ্ডলীর সেই দুর্বল সদস্যদের জন্য বক্তৃতাগুলো রেকর্ড করার ব্যবস্থা করতে পারে, যারা সভাগুলোতে যোগ দিতে পারে না। কিন্তু, বক্তৃতাগুলোর রেকর্ডিংয়ের লিখিত বিবরণ বা রেকর্ডিংগুলো বিতরণ না করার উত্তম কারণ আমাদের রয়েছে।
যেহেতু স্থানীয় প্রয়োজনগুলোর কথা মাথায় রেখে বক্তৃতাগুলো দেওয়া হয়ে থাকে, তাই আমরা সহজেই বিতরিত রেকর্ডিংয়ের বিষয়গুলোকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারি, কারণ যে-পরিস্থিতিতে বক্তৃতাটি দেওয়া হয়েছিল, সেই সম্বন্ধে আমরা অবগত নই। অধিকন্তু, বক্তৃতাটি কে এবং কখন দিয়েছেন তা যাচাই করা আমাদের জন্য কঠিন হবে, যাতে আমরা এই আস্থা রাখতে পারি যে, উপস্থাপিত তথ্যটি সাম্প্রতিক ও সঠিক। (লূক ১:১-৪) এ ছাড়া, বক্তৃতাগুলোর রেকর্ডিংয়ের লিখিত বিবরণ বা রেকর্ডিংগুলো বিতরণ করার ফলে কেউ কেউ হয়তো অযথা মনোযোগ এবং সম্মান প্রদান অথবা গ্রহণ করার জন্য প্রলোভিত হতে পারে।—১ করি. ৩:৫-৭.
“উপযুক্ত সময়ে” আধ্যাত্মিক খাদ্যের “নিরূপিত অংশ” প্রদান করার জন্য বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কঠোর পরিশ্রম করে থাকে। (লূক ১২:৪২) এর অন্তর্ভুক্ত হল যিহোবার সাক্ষিদের স্থানীয় মণ্ডলীগুলোতে যে-বক্তৃতাগুলো দেওয়া হবে সেগুলোর এবং সেই অডিও রেকর্ডিংগুলোর ব্যবস্থা করা, যেগুলো jw.org অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। আমরা আস্থা রাখতে পারি যে, বিশ্বাসে দৃঢ়ীকৃত হওয়ার জন্য আমাদের যা প্রয়োজন, বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস এবং এর পরিচালকগোষ্ঠী তা জোগাবে।—প্রেরিত ১৬:৪, ৫.