২৬ এপ্রিল সপ্তাহের তালিকা
২৬ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৬৭ (উপশিরোনাম) - ৭১ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ২৬-৩১
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করার জন্য প্রস্তুত হোন। প্রহরীদুর্গ পত্রিকার নতুন সংখ্যাটি একজন অগ্রগামী কীভাবে উপস্থাপন করবেন, সেটার নমুনা দেখানোর দ্বারা শুরু করুন। সংক্ষেপে শ্রোতাদের জিজ্ঞেস করুন যে, তারা কোন প্রবন্ধ, প্রশ্ন এবং শাস্ত্রপদগুলো ব্যবহার করার পরিকল্পনা করেছে।
২০ মিনিট: “আপনার শিক্ষাদানে প্রত্যয় উৎপাদন করুন।” প্রশ্নোত্তর আলোচনা। অনুচ্ছেদ ৪ আলোচনা করার পর, একজন অগ্রগামীকে প্রবন্ধে আলোচিত পরামর্শগুলো ব্যবহার করে বাইবেল শিক্ষা দেয় বইটি দিয়ে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যায়, সেটার নমুনা দেখাতে বলুন।