আপনার চোখ কি সরল?
১. ‘চক্ষু সরল’ রাখার অর্থ কী?
১ যেটার ওপর আমাদের চোখ কেন্দ্রীভূত হয়, সেটা আমাদের কাজকর্মকে প্রভাবিত করে। যিশুর এই কথাগুলো কতই না উপযুক্ত: “অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে।” (মথি ৬:২২) আমাদের চোখ যখন আধ্যাত্মিকভাবে “সরল” হয়, তখন তা একটা উদ্দেশ্যের ওপরই মনোযোগ কেন্দ্রীভূত করে—ঈশ্বরের ইচ্ছা পালন করা। আমরা রাজ্যকে প্রথমে রাখি এবং অপ্রয়োজনীয় বস্তগত বিষয়গুলো অথবা পরিচর্যার সঙ্গে ব্যাঘাত সৃষ্টি করে এমন কাজকর্মের দ্বারা বিক্ষিপ্ত হই না।
২. কী আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করতে পারে কিন্তু কী আমাদের সাহায্য করবে?
২ আত্মপরীক্ষা করা প্রয়োজন: আমাদের যা প্রয়োজন রয়েছে বলে বিজ্ঞাপন মাধ্যম আমাদেরকে যা জানায়, সেটার দ্বারা কিংবা অন্যদের যা আছে সেটার দ্বারা আমাদের দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে যেতে পারে। যথেষ্ট সময়, অর্থ বা শক্তি বিনিয়োগ করা প্রয়োজন এমন কোনো প্রকল্প শুরু করার বা কোনোকিছু কেনার আগে, নিজেদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করার দ্বারা সেটার ‘ব্যয় হিসাব করিয়া দেখা’ ভালো হবে যে, ‘এটা কি যিহোবার প্রতি আমার সেবাকে বৃদ্ধি করবে না কি বাধা দেবে?’ (লূক ১৪:২৮; ফিলি. ১:৯-১১) এ ছাড়া, পরিচর্যায় আরও বেশি করার জন্য কীভাবে আমরা আমাদের জীবনকে আরও সাদাসিধে করতে পারি, সময়ে সময়ে তা বিবেচনা করাও বিজ্ঞতার কাজ।—২ করি. ১৩:৫; ইফি. ৫:১০.
৩. একজন বোনের কাছ থেকে আমরা কী শিখি যিনি তার জীবনকে সাদাসিধে করার জন্য বিভিন্ন রদবদল করেছিলেন?
৩ একজন বোন যখন নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করেছিলেন, তখন তিনি তার পূর্ণসময়ের চাকরি বজায় রাখা বেছে নিয়েছিলেন যদিও খণ্ডকালীন কাজ তার প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য যথেষ্ট অর্থ প্রদান করত। পরিশেষে তিনি এই উপসংহার করেছিলেন: “কেউ-ই দুই প্রভুর দাসত্ব করতে পারে না। আমার প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য আমাকে আমার আকাঙ্ক্ষাগুলোকে ত্যাগ করতে হয়েছিল। আমি উপলব্ধি করেছিলাম যে, বস্তুগত বিষয়গুলো পুরোনো হয়ে যায় আর সেগুলো পাওয়ার চেষ্টায় আমি নিজেকে নিঃশেষ করে ফেলব।” তার পরিস্থিতিগুলো তাকে তার জীবনকে সাদাসিধে করার জন্য বিভিন্ন রদবদল করার ও চাকরি পরিবর্তন করার সুযোগ দিয়েছিল, এর ফলে তিনি তার অগ্রগামী পরিচর্যা চালিয়ে যেতে পেরেছিলেন।
৪. কেন এখন আমাদের এক সরল চোখ বজায় রাখা জরুরি?
৪ আমাদের সময়ের তৎপরতা আমাদের সরল চোখ বজায় রাখাকে এমনকী আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। অতিবাহিত প্রতিটা দিন আমাদেরকে এই বিধিব্যবস্থার শেষের এবং ঈশ্বরের নতুন জগতের শুরুর আরও এক দিন নিকটে নিয়ে আসে। (১ করি. ৭:২৯, ৩১) প্রচার কাজের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার দ্বারা আমরা নিজেদেরকে ও যারা আমাদের কথা শোনে উভয়কেই রক্ষা করতে পারি।—১ তীম. ৪:১৬.