বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকুন
১. মথি ২৮:১৯, ২০ পদে দেওয়া যিশুর কার্যভার পরিপূর্ণ করার সঙ্গে কী জড়িত?
১ যিশু আমাদেরকে ‘শিষ্য করিবার, তাহাদিগকে শিক্ষা দিবার’ এক কার্যভার দিয়েছেন। (মথি ২৮:১৯, ২০) তাই, বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই। নীচে দেওয়া পরামর্শগুলো সাহায্যকারী হতে পারে।
২. কাদের কাছে আমরা একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিতে পারি?
২ এটার প্রস্তাব দিন: আমরা যত বেশি বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেব, আমাদের একটা বাইবেল অধ্যয়ন করানোর তত বেশি সুযোগ থাকবে। (উপ. ১১:৬) যারা আমাদের বার্তার প্রতি আগ্রহ প্রকাশ করে, তাদের সকলের কাছে আপনি কি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য একটা মণ্ডলী পুরো মাস ধরে এক অধ্যবসায়ী প্রচেষ্টা করেছিল। ৪২টা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরে তারা কতই না রোমাঞ্চিত হয়েছিল! এটা ধরে নেবেন না যে, যে-আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আপনি সাক্ষাৎ করেন তারা জানে যে, আপনি তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে ইচ্ছুক। পরের বার আপনি যখন ফিরে যান, তখন একটা অধ্যয়নের প্রস্তাব দিন না কেন? তারা যদি আপনাকে প্রত্যাখ্যান করে, তাহলে তাতে কোনো ক্ষতি নেই। আপনি ক্রমাগত আগ্রহ বৃদ্ধি করে যেতে পারেন। আপনি কি আপনার প্রতিবেশী, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং সহপাঠীদের জিজ্ঞেস করেছেন যে, তারা আপনার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে চায় কি না? এ ছাড়া, আপনি আপনার বাইবেল ছাত্রদের জিজ্ঞেস করতে পারেন যে, তাদের এমন বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজন আছে কি না যারা বাইবেল অধ্যয়ন করা উপভোগ করবে?
৩. অধ্যয়নগুলো শুরু করার জন্য আমাদের কাছে কোন মূল্যবান হাতিয়ার রয়েছে আর কখন আমরা সেটি ব্যবহার করতে পারি?
৩ এক মূল্যবান হাতিয়ার: আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি হল বাইবেল অধ্যয়নগুলো শুরু করার এক মূল্যবান হাতিয়ার। যারা সুসমাচারের প্রতি আন্তরিকভাবে আগ্রহী তাদেরকে আপনি হয়তো এটি দিতে পারেন। এ ছাড়া, পুনর্সাক্ষাৎগুলো করার সময়ও এটি ব্যবহার করা যেতে পারে। ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করার, জনসাধারণের যানবাহনে যাত্রা করার, কেনাকাটা করার এবং কর্মস্থলে থাকার সময় এটি আপনার সঙ্গে রাখুন না কেন? পিছনের পৃষ্ঠাটি আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা সম্বন্ধে সংক্ষেপে ব্যাখ্যা করে এবং বাইবেল শিক্ষা দেয় বইটির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
৪. কীভাবে আমরা একটা অধ্যয়ন শুরু করার জন্য সত্য জানতে চান ট্র্যাক্টটি ব্যবহার করতে পারি?
৪ আগ্রহী ব্যক্তিকে ট্র্যাক্টটি দেওয়ার পর আপনি হয়তো সামনের পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলো উল্লেখ করে তাকে জিজ্ঞেস করতে পারেন, “এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি আগ্রহজনক?” এরপর একসঙ্গে ট্র্যাক্টটি থেকে উত্তরটি বিবেচনা করুন এবং পিছনের পৃষ্ঠাটি, যেটি আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা সম্বন্ধে ব্যাখ্যা করে, সেটি পড়ুন বা নিজের ভাষায় ব্যাখ্যা করুন। এরপর আপনি বাইবেল শিক্ষা দেয় বইয়ে কোথায় সেই বিষয়ে আরও তথ্য পাওয়া যায়, তা তাকে দেখাতে, বইটি অর্পণ করতে এবং ফিরে গিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যবস্থাদি করতে পারেন।
৫. কেন আমাদের বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত?
৫ আমাদের এলাকায় এখনও সেই ব্যক্তিরা রয়েছে যারা বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয় তা শেখার জন্য আকুল আকাঙ্ক্ষী। একই সময়ে আমাদের এলাকার লোকেদের ধর্মীয় অনুভূতিকে অযথা আঘাত করা এড়ানোর জন্য কৌশলতা ও বিচক্ষণতার প্রয়োজন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকার দ্বারা আমাদের অন্যদেরকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করার আনন্দ উপভোগ করার জন্য বৃদ্ধিরত সুযোগ থাকবে।—মথি ৭:১৩, ১৪.