পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ এপ্রিল থেকে জুন
যিশুকে যারা সম্মান করে কেবল তাদের কাছেই এই পত্রিকাটি অর্পণ করুন। “ছেলেমেয়েরা তাদের বাবা-মার বাধ্য হওয়াকে প্রায়ই কঠিন বলে মনে করে। আপনি কি মনে করেন যে, যিশুর উদাহরণ তাদের সাহায্য করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন আর তারপর লূক ২:৫১ পদ পড়ুন।] এই পৃথিবীতে থাকাকালীন যিশু যে-উদাহরণ স্থাপন করেছিলেন, সেটা থেকে আমরা কীভাবে বাধ্য হওয়া শিখতে পারি, এই প্রবন্ধটি তা ব্যাখ্যা করে।” ৩০ পৃষ্ঠায় শুরু হওয়া প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“আপনার কি মনে হয় যে, জগতের সমস্ত দুঃখকষ্ট একদিন শেষ হতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে ঈশ্বরের একটা প্রতিজ্ঞা দেখাতে পারি যেটা আমাদেরকে আশার কারণ জোগায়? [আপনি যদি বুঝতে পারেন যে, গৃহকর্তা আগ্রহী, তাহলে ৭ পৃষ্ঠায় বাক্সে দেওয়া শাস্ত্রপদগুলোর মধ্যে একটা পড়ুন।] এই পত্রিকা আমাদের দেখতে সাহায্য করে যে, কখন এবং কীভাবে ঈশ্বর সমস্ত দুঃখকষ্টের শেষ নিয়ে আসবেন।”