আপনি কি অক্টোবর মাসে একটা বাইবেল অধ্যয়ন শুরু করবেন?
১. অক্টোবর মাসে কী অর্পণ করা হবে?
১ অক্টোবর মাসের অর্পণ হল প্রহরীদুর্গ পত্রিকা। আগ্রহী ব্যক্তিদের কাছে পুনরায় ফিরে যাওয়ার জন্য আমাদেরকে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি উপস্থাপন ও একটা বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করতে উৎসাহিত করা হয়েছে। পুনর্সাক্ষাৎ করার সময় আমরা কীভাবে তা করতে পারি?
২. পত্রিকা গ্রহণ করেছেন এমন কারো সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কীভাবে আমরা সত্য জানতে চান ট্র্যাক্টটি ব্যবহার করতে পারি?
২ যেভাবে ট্র্যাক্টটি ব্যবহার করা যায়: গৃহকর্তার আগ্রহকে নির্ণয় করার পর আমরা হয়তো বলতে পারি: “আপনার কাছে যে-পত্রিকাটি আমি ছেড়ে গিয়েছিলাম সেটি সমস্ত পটভূমির ও ধর্মের লোককে বাইবেল পরীক্ষা করে দেখতে উৎসাহিত করে। [গৃহকর্তাকে সত্য জানতে চান ট্র্যাক্টটি দিন এবং প্রথম পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলো নির্দেশ করুন।] এখানে কৌতূহল জাগানোর মতো কয়েকটা প্রশ্ন রয়েছে, বাইবেল যেগুলোর সন্তোষজনক উত্তর প্রদান করে। আপনি কি কখনো এগুলোর কোনো একটা জিজ্ঞেস করেছেন? আপনি কি উত্তরগুলো জানতে চান?” গৃহকর্তার উত্তর পাওয়ার পর, ট্র্যাক্টটি থেকে একত্রে তার প্রশ্নগুলোর একটার উত্তর বিবেচনা করুন এবং উল্লেখিত শাস্ত্রপদগুলোর কোনো একটা পড়ুন। এরপর ব্যাখ্যা করুন যে, বাইবেল যা শিক্ষা দেয় এটা হল তার একটা ছোটো উদাহরণমাত্র আর তাকে একটা বাইবেল শিক্ষা দেয় বই দিন। এরপর আমরা সূচিপত্র থেকে তার বেছে নেওয়া একটা অধ্যায়ের শুরুর অনুচ্ছেদগুলো আলোচনা করতে পারি। অথবা আমরা হয়তো ট্র্যাক্টটি থেকে যে-বিষয়টা আলোচনা করেছি সেই সম্বন্ধে যেখানে আরও তথ্য পাওয়া যায় তা দেখা বেছে নিতে পারি। এখানে কয়েকটা পৃষ্ঠা সংখ্যা দেওয়া হল যেগুলো আমরা হয়তো ব্যবহার করতে পারি:
● ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? (পৃষ্ঠা ৯-১১, অনু. ৬-১০)
● যুদ্ধ ও দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? (পৃষ্ঠা ১১-১২, অনু. ১২-১৩)
● আমরা মারা গেলে আমাদের কী হয়? (পৃষ্ঠা ৫৯-৬০, অনু. ৭-৮)
● মৃতদের জন্য কি কোনো আশা আছে? (পৃষ্ঠা ৭১ অনু. ১৩-১৫)
● কীভাবে আমি প্রার্থনা করতে পারি ও ঈশ্বর আমার প্রার্থনা শুনতে পারেন? (পৃষ্ঠা ১৬৬-১৬৭, অনু. ৫-৮)
● কীভাবে আমি জীবনে সুখ খুঁজে পেতে পারি? (পৃষ্ঠা ৯, অনু. ৪-৫)
৩. পরিস্থিতির ওপর নির্ভর করে, কীভাবে আমরা আমাদের উপস্থাপনাকে পরিবর্তন করতে পারি?
৩ অবশ্য, পরিস্থিতি যদি আমাদেরকে প্রথম পুনর্সাক্ষাতে বাইবেল শিক্ষা দেয় বই থেকে একটা অধ্যয়ন শুরু করার ও নমুনা প্রদর্শন করে দেখানোর সুযোগ না দেয়, তবুও আমরা সবসময়ই পুনরায় ফিরে যাওয়ার ও আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাদি করতে পারি। আর ব্যক্তির আগ্রহের ওপর নির্ভর করে, আমরা হয়তো এমনকী বইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বেশ কয়েকটা সাক্ষাতে ট্র্যাক্টটির একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করা বেছে নিতে পারি। বিভিন্ন পটভূমির লোকেদের সঙ্গে বিশেষ করে শাস্ত্রীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় আমাদের কৌশলী ও বিচক্ষণ হতে হবে। অক্টোবর মাসে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা যেন এই কার্যকারী ট্র্যাক্টটির সদ্ব্যবহার করি এবং সৎহৃদয়ের ব্যক্তিদেরকে ‘সত্য জানিতে’ সাহায্য করি।—যোহন ৮:৩১, ৩২.